দৈনিকবার্তা-মংলা, ৩০ এপ্রিল: মুক্তিপণের দাবীতে সুন্দরবনের হাড়বাড়িয়া এলাকা থেকে ৭ জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা। তিনদিনের মধ্যে মুক্তিপণের টাকা দিয়ে জিম্মি জেলেদের ছাড়িয়ে নেয়ার জন্য অপহৃতদের পরিবারকে হুমকিও দিয়েছে দস্যু বাহিনী।
ফিরে আসা জেলে-মহাজন সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরে পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জের হাড়বাড়িয়া ক্যাম্প সংলগ্ন পাঙ্গাসিয়া-আগাখাল এলাকায় পাটাজাল পেতে মাছ ধরছিল জেলেরা। এ সময় ওই এলাকায় মাছ ধরারত জেলে বহরে হামলা চালায় বনদস্যু মেজো/মাইজ্যা বাহিনী। সশস্ত্র ডাকাত দল জেলেদের মারধর করে বেশ কয়েক মন মাছসহ অন্যান্য মালামাল লুটে নেয় বলেও জানায় জেলেরা। এছাড়া জনপ্রতি ২০ হাজার টাকা মুক্তিপণের দাবীকে বিভিন্ন নৌকা থেকে ৭ জেলেকে অপহরণ করে নিয়ে যায় দস্যুরা। ঘটনাস্থল থেকে ফিরে আসা জেলেরা জানায়, দস্যুদের দাবীকৃত টাকা দিয়ে তিনদিনের মধ্যে অপহৃত জেলেদেরকে ছাড়িয়ে নেয়ার জন্য তাদেরকে বলা হয়েছে। এদিকে খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে হাড়বাড়িয়া ক্যাম্পের ওসি মো: আলাউদ্দিনের নেতৃত্বে বনপ্রহরীরা ওই এলাকায় অভিযান শুরু করেছে। অপহৃত জেলেদের বাড়ী মংলার সোনাইলতলা ও ভান্ডারিয়া এলাকায়।