DoinikBarta_দৈনিকবার্তা 176645

দৈনিকবার্তা- ঝালকাঠি, ৩০ এপ্রিল: বিএনপি প্রতিহিংসার রাজনীতি করছে জানিয়ে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, আন্দোলনের নামে তারা মানুষ হত্যা করেছে, তাই জনগণ সিটি করপোরেশন নির্বাচনে তাদের প্রত্যাখ্যান করেছে। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, ২০ দলীয় জোট করে বিএনপি-জামায়াত মুসলমানদের দল হিসেবে দাবি করলেও জনগণ তাদের আসল চেহারা চিনে ফেলেছে।‘ইসলামের নাম ভাঙ্গিয়ে তারা ইসলামকেই অবমাননা করছেন উল্লেখ করে তিনি বলেন, এজন্যই সিটি নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখান করেছে।

শিল্পমন্ত্রী বৃহস্পতিবার সকাল ১১টায় নলছিটি উপজেলা পরিষদ চত্বরে এ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে ল্যাপটপ বিতরণ ও স্থানীয় শিক্ষক সমিতির পক্ষ থেকে তার সম্মানে আয়োজিত একা সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।তিনি বলেন, যে জাতি যত শিক্ষিত, সে জাতি তত বেশী উন্নত। তাই বর্তমান সরকার ঘরে ঘরে শিক্ষার আলো পৌছে দিতে কাজ করছে। এ জন্য যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে। বছরের প্রথম দিনেই প্রতিটি শিক্ষার্থীর হাতে বিনামূল্যের বই তুলে দেওয়া হচ্ছে। এতে দরিদ্র শিক্ষার্থীরা দুঃশ্চিন্তামুক্ত হয়ে বছরের শুরু থেকে লেখাপড়ায় মনোনিবেশ করতে পারছে ও তাদের অভিভাবকরা অর্থনেতিকভাবে উপকৃত হচ্ছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেতৃত্বাধীন সরকাকে মানব-বান্ধব সরকার হিসেবে আখ্যায়িত করে আমির হোসেন আমু বরেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বের সকল দেশ এখন বাংলাদেশে বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করছে।উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাওলানা আবু জাফর মো. হেলালুজ্জামানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক সরদার মোঃ শাহআলম, নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ ইউনুস লস্কর, ইউএনও আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক শ্রামল চন্দ্র দাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির প্রমুখ বক্তৃতা।অনুষ্ঠানে শিল্পমন্ত্রী ৮টি প্রাথমিক বিদ্যালয়ে ব্যবহারের জন্য ওই বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকদের হাতে ল্যাপটপ তুলে দেন।পরে একইস্থানে তিনি কৃষকদের মধ্যে বিনামূল্যের সার বিতরণ করেন এবং নলছিটি পৌরসভা চত্বরে এক অনুষ্ঠানে জেলেদের মধ্যে চাল বিতরণ করেন। একই দিন বিকেলে মন্ত্রী বিজি ইউনিয়ন একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং বিজয়ী প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।