image_312_9454

দৈনিকবার্তা-ময়মনসিংহ, ৩০ এপ্রিল:  পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ অফিস হতে পুরুষ টিচার্স ট্রেনিং কলেজ গেইট পর্যন্ত গঙ্গাদাস গুহ রাস্তাটি (বাতিরকল) দীর্ঘ দিন ধরে সংস্কার না করায় রাস্তাটির বিভিন্ন অংশ ডেবে গিয়ে খানাখন্দকের সৃষ্টি হয়েছে। একটু বৃষ্টি হলেই রাস্তাটিতে হাটু পানি জমে। জন সাধারণ ও যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়ে। বিগত সরকারের আমলে সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া জজ কোর্ট ভবন উদ্বোধনের সময় রাস্তাটি সাময়িক সংস্কার করা হয়েছিল। কিছু দিন পর রাস্তাাটি পূর্বের অবস্থায় ফিরে যায়।

নানা কারণে এই রাস্তাটি অত্যান্ত গুরুত্ব পূর্ণ। এই রাস্তার উপরে রয়েছে জেলা ও দায়ারা জজ কোর্ট, রয়েল মিডিয়া কলেজ, হলি ক্রিসেন্ট স্কুল, বেসরকারী ল্যাবরেটরী স্কুল, টিচার্স ট্রেনিং কজেল, সরকারী ল্যাবরেটরী স্কুল, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ময়মনসিংহ অঞ্চল এর অফিস, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর ময়মনসিংহ এর কার্যালয়, বিদ্যুৎ অফিসসহ কয়েকটি গুরুত্বপূর্ণ অফিস। প্রতিদিন এই রাস্তাটি দিয়ে হাজারো মানুষ চলাচল করে। জেলা দায়রা জজের গাড়ী, আইনজীবীদের গাড়ী, বিদ্যুৎ অফিসের গাড়ীসহ অনেক যানবাহন এই রাস্তা দিয়ে চলাচল করে। এতে বর্ষার সময় প্রায়ই পথচরীদের গায়ে কাদাজলের ছিটা লাগে। বিশেষ করে স্কুল, কলেজগামী শিক্ষার্থীরা পড়েন মহা বিপাকে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড অঞ্চলিক কার্যালয়ের কর্মচারী নূরুল আমিন জানান দীর্ঘ বার বছর ধরে দেখে আসছি রাস্তাটির এই বেহাল অবস্থা।