DoinikBarta_দৈনিকবার্তা 1424066013

দৈনিকবার্তা-ঢাকা, ৩০ এপ্রিল: ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনে ভোট কারচুপি, ভয়-ভীতি প্রদর্শন ও সহিংসতার ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ২৮ এপ্রিল অনুষ্ঠিত বাংলাদেশের ঢাকা উত্তর দক্ষিণ ও চট্টগ্রাম প্রশ্নবিদ্ধ সিটি নির্বাচনে ভোট জালিয়াতি ও সহিংসতার বিশ্বাসযোগ্য রিপোর্ট পেয়েছে ইউরোপীয় ইউনিয়ন।বুধবার ব্রাসেলসসে এক বিবৃতিতে ইইউ’র মুখপাত্র ক্যাথরিন রে এ কথা বলেন।২৮ এপ্রিলের ঢাকা দক্ষিণ ও উত্তর এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ প্রসঙ্গে ইইউ জানিয়েছে,নির্বাচনের অনিয়ম এবং সংঘর্ষের ঘটনায় অবশ্যই সুষ্ঠু তদন্ত করতে হবে।বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি স্বচ্ছ, শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের আহ্বানের পরও ঢাকা ও চট্টগ্রামে ব্যাপক ভোট জালিয়াতি, ভীতি প্রদর্শণ ও সহিংসতার জোড়ালো অভিযোগ পাওয়া গেছে। এর ফলে বিএনপি নির্বাচন বয়কটের সিদ্ধান্ত নেয়। সিটি নির্বাচনে ভোটারদের সম্পূণরূপে গণতান্ত্রিক মতামত প্রয়োগের সুযোগও দেওয়া হয়নি। যদিও আন্তর্জাতিক সম্প্রদায়গুলো শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচনের দাবি জানিয়ে আসছিল।এর আগে ঢাকা ও চট্টগ্রামের সিটি নির্বাচন বিষয়ে এশিয়ান হিউম্যান রাইটস, টিআইবিসহ আন্তর্জাতিক সম্প্রদায়গুলো বিবৃতি দিয়ে বলেছে, সিটি নির্বাচনে ভোট জালিয়াতি ও সহিংসতা হয়েছে বিবৃতিতে ইইউ আশা প্রকাশ করে রাজনৈতিক দলগুলো সকল প্রকার সহিংসতা, চলমান রাজনৈতিক অস্থিরতা পরিহার করে একটি শক্তিশালী গণতন্ত্রের জন্য গঠনমূলক রাজনৈতিক আচরণ করবে।

বিবৃতিতে বলা হয়,ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনে ভোট জালিয়াতি, ভীতি প্রদর্শন ও সহিংসতার বিশ্বাসযোগ্য খবর পাওয়া গেছে। যদিও সবার অংশগ্রহণে শান্তিপূর্ণ ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায় আহ্বান জানিয়েছিল।নির্বাচনে ভোটাররা তাদের পছন্দমতো মতামত প্রকাশের সুযোগ পাননি বলেও উল্লেখ করা হয়।আরো বলা হয়, রাজনৈতিক দলগুলো সব ধরনের সহিংসতা পরিহার করে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ তৈরিতে গঠনমূলক ভূমিকা রাখবে।প্রসঙ্গত, ব্যাপক জালিয়াতির অভিযোগ তুলে বিএনপি সমর্থিত প্রার্থীদের ভোট বর্জনের মধ্যে গুরুত্বপূর্ণ তিন সিটি করপোরেশনে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরাই মেয়র নির্বাচিত হয়েছে।চট্টগ্রামে আ জ ম নাছির উদ্দিন, ঢাকা উত্তরে আনিসুল হক এবং দক্ষিণে সাঈদ খোকনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তারা। তিন সিটিতে ভোটের মধ্য দিয়ে দেশের সব সিটি করপোরেশনে বর্তমানে নির্বাচিত মেয়র পাওয়া গেলো। তবে ক্ষমতাসীন দল সমর্থিত প্রার্থীদের বিরুদ্ধে কেন্দ্র দখল ও কারচুপির অভিযোগ এনে তিন সিটি নির্বাচন প্রত্যাখ্যান ও বর্জনের ঘোষণা দেয় বিএনপি। একই অভিযোগ তোলেন বাম দলগুলোর প্রার্থীরাও।তবে এ প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। তিনটি কেন্দ্রে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ায় ভোট বাতিল হয়েছে।ফলাফল মেনে নিয়ে প্রার্থী ও সমর্থকদের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।মঙ্গলবার ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণের পর রাতভর ভোট গণনা শেষে তিন মেয়রের নাম ঘোষণা করেন কর্মকর্তারাসিটি করপোরেশন নির্বাচনে জালিয়াতি ও কেন্দ্র দখলের ঘটনায় নির্বাচন ব্যবস্থা ও নির্বাচন কমিশনের ওপর মানুষ আস্থা হারাবে বলে মনে করছেন বিশিষ্টজনরা। তারা বলেছেন, এই নির্বাচন দেশের চলমান রাজনৈতিক সঙ্কটকে আরও বাড়িয়ে দেবে। যে নির্বাচন হয়েছে তা কারও প্রত্যাশিত ছিল না বলেও মন্তব্য করেছেন তারা।