দৈনিকবার্তা-পাবনা, ৩০ এপ্রিল: পাবনার ঈশ্বরদী উপজেলার ফতেমোহাম্মদপুর এলাকার চাঞ্চল্যকর নাসিম হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পাবনার স্পেশাল জজ আবুল হোসেন পাটোয়ারী এই রায় প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হলেন, ঈশ্বরদী উপজেলার রহিমপুর লোকোশেড এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে সুজন, একই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে রিংক ও আবুল কাশেম ওরফে কাশীরামের ছেলে মাসুম।
আদালত সূত্রে জানাযায়, ২০০৭ সালের ১১ ডিসেম্বর আসামীরা (দন্ডপ্রাপ্তরা) পাবনার ঈশ্বরদী উপজেলার ফতেমোহাম্মদপুর এলাকার আবুল কাশেমের ছেলে নাসিম(২০)কে অপহরনের পর হত্যা করে লাশ লোকোশেড এলাকার সেপটি ট্যাঙ্কের মধ্যে ফেলে রাখে। হত্যার ৫দিন পর ১৬ ডিসেম্বর পুলিশ নাসিমের গলিত লাশ উদ্ধার করে। এ ব্যাপারে নিহতের বাবা আবুল কাশেম বাদী হয়ে ৫ জনকে আসামী করে ঈশ্বরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ৫ জনের বিরুদ্ধে চার্জশীট প্রদান করে। ১৭ জন সাীর সাক্ষ্য প্রমাণ শেষে পাবনার স্পেশাল জজ আবুল হোসেন পাটোয়ারী আসামী সুজন, রিংকু ও মাসুমকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড আদেশ প্রদান করেন। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি অ্যাডভোকেট খন্দকার রকিব উদ্দিন, কোর্ট ইন্সপেক্টর ছকির উদ্দিন এবং সিএসআই মোঃ আব্দুল কাইয়ুম। আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট ফরিদ উদ্দিন আহমেদ।