দৈনিকবার্তা-নীলফামারী, ৩০ এপ্রিল: বড় ধরণের ক্ষয়ক্ষতি না হলেও তিন দফায় ভূমিকম্পে নীলফামারী জেলায় ভূমি অফিস, ইউনিয়ন পরিষদ ও শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট ৩৬ স্থাপনায় ফাটল দেখা দিয়েছে। ভূমিকম্পে জেলার ২৯টিপ্রাথমিক বিদ্যালয়, ৫টি উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং একটি ভূমি অফিস ও একটি ইউনিয়ন পরিষদ ভবনে ফাটল দেখা দেয়।
ক্ষতিগ্রস্তদের তালিকায় রয়েছে, কিশোরীগঞ্জ উপজেলা ভূমি অফিস, কিশোরীগঞ্জ ইউনিয়ন পরিষদ, বড়ভিটা বাজার উচ্চ বিদ্যালয়, কানিয়ালখাতা উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীচাপ উচ্চ বিদ্যালয়, গোসাইগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ ও ডালিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ভবন। ক্ষতিগ্রস্ত প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে রয়েছে, উত্তর বড়ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নতুন বাজার মডেল প্রাথমিক বিদ্যালয়, নীলফামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, নগর দারোয়ানী প্রাথমিক বিদ্যালয়, শাখামাছা বাজার প্রাথমিক বিদ্যালয়, তিলাই জয়চন্ডি প্রাথমিক বিদ্যালয়, রামগঞ্জ প্রাথমিক বিদ্যালয়, গুড়গুড়ি প্রাথমিক বিদ্যালয়, দোলাপাড়া প্রাথমিক বিদ্যালয়, বেংমারী ডাঙ্গাপাড়া প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ খোকশাবাড়ি আব্দুল জব্বার প্রাথমিক বিদ্যালয়, নিজপাড়া প্রাথমিক বিদ্যালয়, বাহালিপাড়া প্রাথমিক বিদ্যালয়, উত্তর ঝুনাগাছ চাপানি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ ঝুনাগাছ চাপানি প্রাথমিক বিদ্যালয়, খালিশা চাপানি ফারহানা রউফ প্রাথমিক বিদ্যালয়, খারিজা গোলনা দিঘিরপাড় প্রাথমিক বিদ্যালয়, ধর্মপাল মাঝাপাড়া প্রাথমিক বিদ্যালয়, ধর্মপাল উত্তর পাড়া প্রাথমিক বিদ্যালয়, কালিগঞ্জ গোলনা প্রাথমিক বিদ্যালয়, বাঁশদহ প্রাথমিক বিদ্যালয়, মীরগঞ্জ প্রাথমিক বিদ্যালয়, টেঙ্গনমারী প্রাথমিক বিদ্যালয়, আমরুলবাড়ি প্রাথমিক বিদ্যালয়, হরিশচন্দ্র পাঠ প্রাথমিক বিদ্যালয়, দক্ষিন দেশিবাই ডাঙ্গাপাড়া প্রাথমিক বিদ্যালয়, বালাপাড়া ব্রহ্মোত্তর প্রাথমিক বিদ্যালয়, কৈমারী ও দুন্দিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ বিষয়ে নীলফামারীর জেলা প্রশাসক জাকীর হোসেন জানান, প্রাথমিকভাবে তালিকা প্রণনয়ন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর সঠিকতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।