দৈনিকবার্তা-ঢাকা, ৩০ এপ্রিল: প্রাকৃতিক দুর্যোগের মতো দেশের রাজনীতিতেও দুর্যোগ লেগেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, গণতন্ত্রকে যারা ধ্বংস করতে চায়, তাদের মোকাবিলা করতে হবে।বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে নদী ও নিরাপত্তার সামাজিক সংগঠন-নোঙর আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ আহ্বান জানান।তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের বন্ধুরাষ্ট্র নেপালের সহযোগিতায় এরই মধ্যে সরকার পদক্ষেপ নিয়েছে। এই সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
প্রাকৃতিক দুর্যোগের মতো বাংলাদেশের রাজনৈতিক দুর্যোগও ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে উল্লেখ করে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে ভূমিকম্প বিধ্বস্ত নেপালের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।তিনি বলেন, নেপালে ভয়াবহ ভূমিকম্প হয়েছে। এতে অন্তত ১০ হাজার মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে নেপালের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
তথ্যমন্ত্রী বলেন, নেপালের মতো বাংলাদেশেও ভূমিকম্প হয়েছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের সমস্যা হতে পারে। সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগের মতো বাংলাদেশেও রাজনৈতিক দুর্যোগ প্রকট। রাজনৈতিক দুর্যোগ ও প্রাকৃতিক দুর্যোগ দু’টিই ঐক্যবদ্ধভাবে মোকাবেলার আহ্বান জানান তথ্যমন্ত্রী।
মানববন্ধনে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, নেপালের পাশে দাঁড়ানোটা এখন নৈতিক দায়িত্ব। কেননা, মহান মুক্তিযুদ্ধেনেপালই প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল।সংগঠনের আহ্বায়ক সুমন শামসের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা।