DoinikBarta_দৈনিকবার্তা 07344

দৈনিকবার্তা-ঢাকা, ৩০ এপ্রিল: সিটি নির্বাচনের ফলাফল বাতিল ও নির্বাচন কমিশনের সব কমিশনারদের পদত্যাগ দাবি করেছেন আদর্শ ঢাকা আন্দোলনের সদস্য সচিব ও বিএফইউজ’র সভাপতি শওকত মাহমুদ। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ সম্মেলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও বিএফইউজ’র সাবেক সভাপতি রুহুল আমিন গাজী, ড্যাবের মহাসচিব ডা. এ জেড এম জাহিদ হোসেন,জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক কাদের গণি চৌধুরী প্রমুখ।তিন সিটি করপোরেশন নির্বাচনকে তামাশা ও প্রহসন উল্লেখ করে আবারও নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা রুহুল আমীন গাজী।পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমীন গাজী বলেন, ২৮ এপ্রিল তামাশা প্রহসনের নির্বাচনকে প্রত্যাখান করা ছাড়া বিবেকবান প্রার্থীদের কিছুই করার ছিলো না। কলংকিত এ নির্বাচনকে বাতিল করে আবারও গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমেদসহ কমিশনের পদত্যাগের দাবি করছি।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, সিটি নির্বাচনে ১০ শতাংশ ভোটারও ভোট দিতে কেন্দ্রে যাননি। অথচ নির্বাচন কমিশন ৪৪ দশমিক ৯ শতাংশ ভোটার উপস্থিতি দেখিয়েছে যা লজ্জাজনক ও হাস্যকর।রুহুল আমীন বলেন, সিইসি কাজী রকিব উদ্দিন আহমেদের প্রকাশ্য দালালির কারণে নির্বাচন কমিশনের মতো একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।বিএনপি চেয়ারপার্সনের এ উপদেষ্টা বলেন, সরকার দলীয় যেসব যুবলীগ ও ছাত্রলীগ ক্যাডার নির্বাচনী প্রচারণার সময় খালেদা জিয়ার প্রাণনাশের চেষ্টা করেছে তারাই কেন্দ্র দখল করে ব্যালটে সিল মেরেছে।নির্বাচনের দিন ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশ-র‌্যাব ভোট ডাকাতির মহোৎসবে মেতে উঠেছিলো বলে মন্তব্য করেন তিনি।তিনি বলেন, এদিন বিএনপি মনোনীত প্রার্থীদের পোলিং এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেয়া হয়নি। তবে যারা ঢুকতে পেরেছিল তাদের ছাত্রলীগ ও যুবলীগের ক্যাডাররা মারধর করে বের করে দেয়। ভোটের দিন তিন সিটিতে ৮০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকলেও অধিকাংশ কেন্দ্রে তারা সরকার সমর্থকদের সঙ্গে ভোট দখলের উৎসবে মেতেছিল বলে অভিযোগ করেন রুহুল আমীন গাজী। এছাড়া নির্বাচনের দায়িত্বে পাঁচশ ম্যাজিস্ট্রেট থাকলেও তাদের অধিকাংশই নিষ্ক্রিয় ছিলো বলেও মন্তব্য করেন তিনি।