33333.thumbnail

দৈনিকবার্তা-গৌরনদী(বরিশাল), ৩০ এপ্রিল: বাড়ির জমি নিয়ে বিরোধের জের ধরে বৃহস্পতিবার বিকেলে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী গ্রামে দু’গ্র“পের মধ্যে হামলা-পাল্টাহামলা ও সংঘর্ষে দুই মহিলাসহ উভয় পক্ষের নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত অবস্থায় দুই জনকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ও দুই জনকে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষ দর্শীরা জানায়, উপজেলার বার্থী গ্রামের পল্লী চিকিৎসক হেলাল আকন ও মাছের আড়তদার সিরাজ হাওলাদার গংদের মধ্যে বাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে বার্থী ইউপি চেয়ারম্যান শাহজাহান প্যাদার উপস্থিতিতে গ্রাম্য সালিস বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সিরাজ হাওলাদার গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই সম্পত্তির ওপর ঘর নির্মাণ করতে যায়। তখন হেলাল আকন বাঁধা দিলে সিরাজ হাওলাদার গংদের সাথে উভয়ের মধ্যে বাকবিতন্ডা বাঁধে।

এক পর্যায়ে সিরাজ গংরা হামলা চালিয়ে হেলাল আকনকে মারপিট করে। খবর পেয়ে হেলালের আত্মীয়-স্বজনরা দেশীয় ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে বিকেল তিনটার দিকে পাল্টাহামলা চালালে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। হামলা ও সংঘর্ষে সবুজ হাওলাদার, বেল্লাল হাওলাদার, হেলাল আকন, শহিদ বেপারী, সিরাজ হাওলাদার, মিরাজ হাওলাদার, খাইরুল হাওলাদার, রুবি বেগম, মর্জি বেগমসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। গুরুতর আহত সবুজ হাওলাদার, বেল্লাল হাওলাদারকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ও হেলাল আকন, শহিদ বেপারীকে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়। বাকিরা গৌরনদী হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। গৌরনদী থানার ওসি মো. সাজ্জাদ হোসেন জানান, ঘটনাস্থল থেকে হামলাকারী শাহজাহান বেপারীকে আটক করেছে পুলিশ। তবে কোন পক্ষই এখনও মামলা করেনি।