দৈনিকবার্তা-ঢাকা, ৩০ এপ্রিল: ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশেনের (এফবিসিসিআই) দ্বিবার্ষিক নির্বাচনে (২০১৫-১৭) নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদের নেতৃত্বে উন্নয়ন পরিষদ নামে একটি প্যানেল ঘোষণা করা হয়েছে।বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এই প্যানেলের এ্যাসোসিয়েশন ও চেম্বার গ্র“পের নাম ঘোষণা করেন মাতুলব আহমাদ।এ সময় তিনি বিদ্যমান সুদহার কমানোর অঙ্গীকার করেন। বলেন, দেশের ব্যবসায়ীরা সুদহারের ব্যাপারে খুবই উদ্বিগ্ন। এই সুদহার সিঙ্গেল ডিজিটে আনাই আমাদের লক্ষ্য। ব্যাংকিং ব্যবসা লাভজনক রেখেই ব্যাংকের গ্রাহকের সুদহার ৯ শতাংশে নামিয়ে আনা সম্ভব বলে তিনি মনে করেন।মাতলুব আহমাদ এসএমই উদ্যোক্তাদের জন্য করজনিত এবং ব্যাংক ঋণের ক্ষেত্রে বিদ্যমান সমস্যা সমাধানের অঙ্গীকার করেন।
মাতলুব আহমাদের নেতৃত্বে ১৬ সদস্যের এসোসিয়েশন গ্র“পে রয়েছেন-এফবিসিসিআইয়ের বর্তমান সহ সভাপতি মো. হেলাল উদ্দিন, বাংলাদেশ হালকা প্রকৌশল শিল্প মালিক সমিতির আব্দুর রাজ্জাক, বাংলাদেশ প্লাস্টিক প্যাকেজিং এ্যাসোসিয়েশনের আবু মোতালেব, পেপার ইমপোর্ট এ্যাসোসিয়েশনের মো. সফিকুল ইসলাম ভরসা, ফার্নিচার এক্সপোর্টাস এ্যাসোসিয়েশনের কে এম আকতারুজ্জামান, গ্রে এন্ড ফিনিস্ড ফেব্রিক্স মিলস এক্সপোর্টাস এ্যাসোসিয়েশনের হারুন-অর-রশিদ, প্যাকেজিং ইন্ডাস্ট্রি এ্যাসোসিয়েশনের রাব্বানী জব্বার, ইলেকটিক্র মার্চেন্টস ম্যানুফ্যাকচারার্স এ্যাসোসিয়েশনের এনায়েত হোসেন চৌধুরী, রিকন্ডিশন ভেহিক্যাল ইমপোর্ট এন্ড ডিলারস এ্যাসোসিয়েশনের মো. হাবিব উল্লাহ ডন, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প এ্যাসোসিয়েশনের শোয়েব চৌধুরী, আউটসোর্স এন্ড লজিস্টিক সার্ভিস এ্যাসোসিয়েশনের মো. আবু নাসের, বাংলাদেশ কোল্ড স্টোরেজ এ্যাসোসিয়েশনের মো. মুনতাকিম আশরাফ, মো. নিজাম উদ্দিন রাজেশ, বেসিসের সভাপতি শামীম আহসান, এস. এম জাহাঙ্গীর হোসেন ও মো. আমিন হেলালী।
১৬ সদস্যের চেম্বার গ্র“পের সদস্যরা হলেন-বাংলাদেশ ওম্যান চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের হাসিনা নেওয়াজ, মেহেরপুর চেম্বারের নাগিবুল ইসলাম দিপু, ফরিদপুর চেম্বারের মাহবুবুর রহমান খাঁন, গোপালগঞ্জ চেম্বারের শেখ ফজলে ফাহিম, কিশোরগঞ্জ চেম্বারের গাজী গোলাম আসরিয়া, চুয়াডাঙ্গা চেম্বারের দিলীপ কুমার আগারওয়ালা, কক্সবাজার চেম্বারের মো. হেলাল উদ্দিন চৌধুরী, বরিশাল চেম্বারের মো. নিজাম উদ্দিন, গাইবান্ধা চেম্বারের মো. আবুল খায়ের মুরসালিন পারভেজ, সুনামগঞ্জ চেম্বারের মো. নুরুল হুদা মুকুট, নারায়ণগঞ্জ চেম্বারের মো. বজলুর রহমান, ময়মনসিংহ চেম্বারের মো. আমিনুল হক শামীম, নরসিংদী চেম্বারের প্রবীর কুমার সাহা, ফেনী চেম্বারের এ কে এম সাহিদ রেজা, জামালপুর চেম্বারের রেজাউল করিম রেজনু ও গাজীপুর চেম্বারের মো. আনোয়ার সাদাত সরকার।এবার চেম্বার ও এ্যাসোসিয়েশন গ্রুপের ১৬টি করে মোট ৩২টি পদে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হবে। সর্বমোট ৫২ জন পরিচালক নিয়ে এফবিসিসিআইয়ের বোর্ড গঠন হবে।এর মধ্যে ৩২ জন পরিচালক সরাসরি নির্বাচন করবেন। বাকি ২০ জন পরিচালক দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ চেম্বার ও এ্যাসোসিয়েশন থেকে মনোনীত হয়ে আসবেন।ঘোষিত তফসিল অনুযায়ী ২৩ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষে গত ৩০ মার্চ প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।এতে চেম্বার ও এ্যাসোসিয়েশন থেকে মোট ২ হাজার ১৯৩ জনকে প্রাথমিকভাবে ভোটার করা হয়েছে। এর মধ্যে ৭৮টি চেম্বার থেকে ৪৩০ জন এবং ৩৫৫টি এসোসিয়েশন থেকে এক হাজার ৭৬৩ জনকে ভোটার করা হয়।