SHAKA-1428323977

দৈনিকবার্তা-ঢাকা, ২৯ এপ্রিল: বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদন্ডের রায়ের বিষয়ে আনা আপিল শুনানির জন্য সুপ্রিমকোর্টের আপিল বিভাগের আজকের কার্যতালিকায় রয়েছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির বেঞ্চে এ আপিল শুনানি হবে। বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিল আবেদনটি সুপ্রিমকোর্টের আপিল বিভাগের আজ কার্যতালিকার ৫ নম্বর আইটেম হিসেবে শুনানির জন্য রাখা হয়েছে। সুপ্রিমকোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এডভোকেট অন রেকর্ড জয়নাল আবেদীন ২০১৩ সালের ২৯ অক্টোবর এ আপিল দায়ের করেন। আপিল নং ১২২/১৩। মুজাহিদের আপিল (ক্রিমিনাল আপিল (এ) ১০৩ /২০১৩) শুনানির জন্য আজ কার্যতালিকার ৪ নম্বরে রয়েছে। সুপ্রিমকোর্টের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা যায়। এর আগে গত ১৫ এপ্রিল মামলা দু’টি শুনানির জন্য দিন ধার্য ছিল। আসামিপক্ষের পৃথক সময়ের আবেদনের প্রেক্ষিতে ওইদিন শুনানি পিছিঁয়ে দেয়া হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া মৃত্যুদন্ডাদেশের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে ২০১৩ সালের ১১ আগস্ট সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল দায়ের করেন মুজাহিদ। মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ১৭ জুলাই মুজাহিদকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডাদেশের রায় দেয় ট্রাইব্যুনাল-২। এটর্নি জেনারেল মাহবুবে আলম বাসস’কে বলেন, “তাদের রায়ের বিরুদ্ধে রাস্ট্রপক্ষ আপিল করেনি। তবে আপিলে আসামীপক্ষের শুনানির সময় রায় বহাল রাখার পক্ষে আর্জি পেশ করে যুক্তি উপস্থাপন করবে রাষ্ট্রপক্ষ।”