DoinikBarta_দৈনিকবার্তা 1429702742

দৈনিকবার্তা-সিলেট, ২৯ এপ্রিল: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার অনুষ্ঠিত তিন সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির অংশগ্রহণ ও বর্জনকে একটি সাজানো নাটক হিসেবে অভিহিত করেছেন।তিনি বলেন, বিএনপির নির্বাচনে অংশ গ্রহণ ও বর্জন একটি রহস্য। সবই ছিল কুড়ি দলের (২০ দল) আন্দোলনের ইস্যু বের করার একটি নাটক। তবে বিএনপির কোন আন্দোলন সফল হবে না।ওবায়দুল কাদের বুধবার সিলেটের সুরমা নদীর উপর কাজির বাজার সেতু নির্মাণ কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে এ কথা বলেন।তিনি বলেন, যে দল আন্দোলনের জন্য কর্মী পায় না, নির্বাচনের জন্য এজেন্ট পায় না সে দল কিভাবে আন্দোলন করবে ।

DoinikBarta_দৈনিকবার্তা 36127

মন্ত্রী বলেন, বিএনপির সিনিয়র নেতা মওদুদ আহমদ মঙ্গলবার সংবাদ সম্মেলনে বলেছিলেন সিটি নির্বাচনে ৫ শতাংশও ভোট পড়েনি। তিনি সিটি নির্বাচনের বিএনপির প্রাপ্ত ভোটের তথ্য সাংবাদিকদের তুলে ধরে বলেন, বিএনপির ঢাকা উত্তর সিটির বিএনপির মনোনিত প্রার্থী তাবিথ আউয়াল পেয়েছেন ১১ শতাংশ ভোট এবং ঢাকা দক্ষিণ সিটির বিএনপির মনোনিত প্রাথী মির্জা আব্বাস পেয়েছেন ১৩শতাংশ ভোট এবং চট্টগ্রাম সিটির বিএনপির মনোনিত প্রার্থী মাত্র ২ ঘন্টায় পেয়েছেন ১৭ শতাংশ ভোট। বিএনপি যদি নির্বাচন বর্জন ঘোষণা না করত তাহলে সিটি নির্বাচনের ফলাফল অন্যরকম হতে পারত।তিনি বলেন, ঢাকা ২ সিটি না হলেও অন্তত চট্টগ্রাম সিটির ফলাফল বিএনপির পক্ষে যেত। বিএনপি একাই ১৫ শতাংশ ভোট পেয়েছে। তিনি সাংবাদিকদের কাছে প্রশ্ন রাখেন এতে কি প্রমাণিত হয় ?সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী নব নির্মিত সিলেটের কাজির বাজার সেতু আগামী জুন মাসের যে কোন সময়ে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন বলে আশা প্রকাশ করে বলেন, ১২৪ কোটি টাকা ব্যয়ে কাজীর বাজার সেতুর নির্মাণ কাজ শেষ পর্যায়ে। এ বছরের জুন মাসের মধ্যেই সেতুটি যানবাহন ও মানুষের চলাচলের উপযোগী হবে।

মন্ত্রী আরো জানান, ‘কান্স্যার আক্রান্ত’ সিলেট-ভোলাগঞ্জ-কোম্পানীগঞ্জ নির্মাণ কাজের জন্য ৪৪১ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদিত হয়েছে। খুব শিগগিরই এর টেন্ডার দিয়ে কাজ শুরু করা হবে।এসময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সিলেটের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইফতেখার কবীর, সিলেট সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুবোধ কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম প্রমুখ।এর আগে মন্ত্রী হযরত শাহজালাল ও শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করেন।