BGB-BSF20150429160735

দৈনিকবার্তা-চুয়াডাঙ্গা, ২৯ এপ্রিল: চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগর উপজেলার বিভিন্ন সীমান্তে বিজিবি-বিএসএফ’র বিওপি কমান্ডার পর্যায়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রথক ৬ টি পতাকা বৈঠক অনুষ্ঠিত। বৈঠকগুলো বুধবার সকাল ৯ টা থেকে শুরু হয়ে সাড়ে ১১ টা পর্যন্ত চলে।

চুয়াডাঙ্গা ৬ বিজিবি পরিচালক লে. কর্ণেল এসএম মনিরুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বিভিন্ন মাদক দ্রব্য, নারী ও শিশু পাচার বন্ধ, ভারত সীমান্তের তারকাটার বেড়া কাটা, অবৈধ পথে দু’দেশের নাগরিকদের সীমান্ত পারাপার বন্ধসহ দু’ দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সু-সম্পর্ক বজায় রাখার বিষয়ে উভয় দেশের যৌথ টহলের মাধ্যমে সীমান্তের স্পর্শকাতর স্থানগুলো নির্ধারণ করণ সম্পর্কে অত্র বিজিবির অধিনস্থ দামুড়হুদার ফুলবাড়ি, জীবননগরের নতুনপাড়া, হালদারপাড়া, মাইলবাড়িয়া, মাধবখালী নামক ৬ সীমান্তে বুধবার সকাল ৯ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত গুরুত্বপূর্ণ পৃথক ৬ টি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকগুলোর আলোচনা ফলপ্রসূ হয়েছে বলেও তিনি জানান।