দৈনিকবার্তা-ঢাকা, ২৯ এপ্রিল: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী আনিসুল হক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালের চেয়ে ১ লাখ ৩৫ হাজার ১৭ ভোট বেশি পেয়ে উত্তর সিটি কর্পোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হন।
নগরীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অস্থায়ীভাবে স্থাপিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে রিটানিং কর্মকর্তার কার্যালয় থেকে আজ বুধবার সকালে এই ঘোষণা দেয়া হয়। আনিসুল হককে বেসরকারিভাবে মেয়র ঘোষণা করেন রিটানিং কর্মকর্তা মো. শাহ আলম । তিনি বলেন, ‘ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়রপদে আনিসুল হক টেবিলঘড়ি প্রতীক নিয়ে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।’
তিনি বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে এক হাজার ৯৩টি কেন্দ্রের মধ্যে সকল কেন্দ্রের ফলাফলে আনিসুল হক টেবিলঘড়ি প্রতীকে পেয়েছেন চার লাখ ষাট হাজার ১১৭ ভোট । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাবিথ আউয়াল ৩ লাখ ২৫ হাজার ৮০ ভোট পেয়েছেন।এ সময় তিনি বলেন, আব্দুল্লাহ আল ক্কাফী ২৪৭৫, বাহাউদ্দিন আহমেদ ২৯৫০, মাহী বদরুদ্দোজা চৌধুরী ১৩ হাজার ৪০৭, মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি ৭ হাজার ৩৭০ এবং শেখ মো. ফজলে বারী মাসউদ ১৮ হাজার ৫০ ভোট লাভ করেন।
উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ১৬ জন মেয়রপ্রার্থীর মধ্যে বাকীদের কারো প্রাপ্ত ভোট সংখ্যা ২ হাজারের বেশি নয়। উল্লেখ্য গতকাল মঙ্গলবার ঢাকা উত্তর, দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২৩ লাখ ৪৫ হাজার ৩৭৪। যার মধ্যে নারী ভোটার সংখ্যা ১১ লাখ ২০ হাজার ৬৭৩। এ সিটি কর্পোরেশন নির্বাচনে ১০৯৩ টি কেন্দ্রের ৫ হাজার ৮ শ’ ৯২ টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।