Naogaon-BSF-1-jonke-pitiye-hotta-korechhe-28.4.15-391x300

দৈনিকবার্তা-নওগাঁ, ২৮ এপ্রিল: মঙ্গলবার ভোরে নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ নুরুল ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশী গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে। তাদের অমানুষিক প্রহারে আহত হয়েছে এসলাম আলী (৩০) নামে অপর এক বাংলাদেশী। বিজিবি এই হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছে। নিহত নুরুল ইসলাম উপজেলার কলমুডাঙ্গা গ্রামের আব্দুর রউফের ছেলে এবং আহত এসলাম রামাশ্রম শিমুলডাঙ্গা গ্রামের দোস্ত মোহাম্মদের ছেলে।

নিহতের বাড়ীতে গিয়ে দেখা যায় শোকের মাতম। তার পিতা জানান, সোমবার দিবাগত রাত ২টায় কলমুডাঙ্গা সীমান্তের ২৩৯ নং পিলারের পাশ দিয়ে ১০-১২ জনের একদল বাংলাদেশী গরু ব্যবসায়ী ভারতে প্রবেশ করে। এ সময় ভারতের ৩১ বিএসএফ সনঘাট ক্যাম্পের টহল দল বাংলাদেশী গরু ব্যবসায়ীদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে অন্যরা পালিয়ে এলেও বিএসএফ’র হাতে ধরা পড়ে নুরুল ইসলাম ও এসলাম আলী। তাদের ক্যাম্পে নিয়ে গিয়ে ১ ঘন্টাব্যাপী অমানুষিক নির্যাতন চালায় বিএসএফ। নিযার্তন শেষে গুরুতর আহত অবস্থায় রাত ৩টায় ২৩৯ নং পিলারের পাশে বাংলাদেশী সীমানায় ওই ২ জনকে ফেলে দিয়ে যায় বিএসএফ। আহতরা কোন রকমে বাড়ি আসার পর রাত পৌনে ৪ টায় নুরুল ইসলাম নিজ বাড়ীতে মারা যায়। আহত এসলামকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে সকালে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

জানতে চাইলে পতœীতলা ১৪ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল রফিকুল হাসান পিএসসি জানান, বিএসএফ’র নির্যাতনের শিকার ওই ২ জনের হাত, পা, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চি‎হ্ন রয়েছে। তবে বৈদ্যুতিক শর্ট বা অন্য কোন ভাবে নির্যাতন করা হয়েছে কিনা তা ময়না তদন্ত করলে জানা যাবে। বিএসএফ’র নির্যাতনে ২ বাংলাদেশী হতাহতের ঘটনায় সকালে বিজিবি’র পক্ষ থেকে বিএসএফর নিকট প্রতিবাদ জানানো হয়েছে বলেও তিনি জানান।