দৈনিকবার্তা-ঢাকা, ২৮ এপ্রিল: ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট সিটি নির্বাচন পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন করার বিষয়ে সরকারের প্রতিশ্র“তি ছিল। মঙ্গলবার দুপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের কাছে এমন প্রতিক্রিয়া জানান তিনি। বার্নিকাট ওই কেন্দ্রে ৪০ মিনিট অবস্থান করে পুরুষ ও মহিলা কেন্দ্রে ভোটগ্রহণ প্রত্যক্ষ করেন।এসময় ২৫ মিনিটে মাত্র চারজন ভোট প্রদান করেন। ওই সময়ে পুরুষ বুথে সরকারি দল সমর্থিত প্রার্থীদের এজেন্ট ছাড়া অন্য কোনো এজেন্ট ছিল না।
এ প্রসঙ্গে বার্নিকাট বলেন, বিভিন্ন ভোটকেন্দ্রে বিএনপি-সমর্থিত প্রার্থীদের পোলিং এজেন্ট না থাকার অভিযোগ নির্বাচন কমিশনের খতিয়ে দেখা উচিত। অবিলম্বে এসব কেন্দ্রে পোলিং এজেন্টদের প্রবেশের ব্যবস্থা করা উচিত।এক প্রশ্নের জবাবে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ভোট বর্জন কোন সমাধান হতে পারে না। নির্বাচন ব্যবস্থা নিয়ে যদি কোনো অভিযোগ থাকে তাহলে তা নির্বাচন কমিশনে জানানো যেতে পারে।তিনি বলেন, জনগণের ভোটারাধিকার নিশ্চিত করার দায়িত্ব সরকারের, এটাই গণতান্ত্রিক ব্যবস্থা।