image_215859.burundi-map-new

দৈনিকবার্তা-বুজুমবুরা, ২৮ এপ্রিল: বুরুন্ডিতে বিক্ষোভের ঘটনায় বিরোধী দলের শীর্ষ স্থানীয় এক নেতাকে কর্তৃপক্ষ গ্রেফতার করেছে এবং বেতার কেন্দ্র বন্ধ করে দিয়েছে। তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসতে দেশটির প্রেসিডেন্টের নির্বাচনে লড়ার বিরুদ্ধে চলমান বিক্ষোভের দ্বিতীয় দিনে এ ঘটনা ঘটে। রেডক্রস জানায়, রোববার রাজধানী বুজুমরুরায় পুলিশের সাথে সংঘর্ষে দু’জন নিহত হওয়ার পর সেখানে সেনা মোতায়েন করা হয়। তারা আরো জানায়, সংঘর্ষে মারাত্মকভাবে আহত হওয়ার পর তৃতীয় এক ব্যক্তি মারা যায় এবং রাতে ক্ষমতাসীন দলের মিলিশিয়াদের হামলায় আরো দু’জন প্রাণ হারায়।আগামী ২৬ জুন অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন দলের (সিএনডিডি-এফডিডি) প্রার্থী হিসেবে বর্তমান প্রেসিডেন্ট পিয়েরি কোরুনজোজাকে প্রার্থী হিসেবে ঘোষণা দেয়ার পর এ সহিংসতা ছড়িয়ে পড়ে।উল্লেখ্য, ক্ষমতাসীন এ দলের বিরুদ্ধে বিরোধী দলকে দমন-পীড়ন চালানোর অভিযোগ রয়েছে। সিনিয়র পুলিশ কর্মকর্তা জানান, দেশটির সহিংস এ পরিস্থিতিতে কমপক্ষে ৩২০ জনকে গ্রেফতার করা হয়েছে।বুরুন্ডির বর্তমান প্রেসিডেন্ট ২০০৫ সালে প্রথম ক্ষমতায় আসেন।