DoinikBarta_দৈনিকবার্তা 5833.dcc elctn_72212

দৈনিকবার্তা-ঢাকা, ২৮ এপ্রিল: নির্বাচন থেকে বিএনপি সরে দাড়ানোর পরও ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ভোটগ্রহণ চলছে।সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদ ও নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ রাজধানীর কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করে নির্বাচনের পরিবেশ সম্পর্কে সন্তোষ প্রকাশ করেছেন।সাড়ে ১১টার দিকে সিইসি কমিশন সচিবালয় থেকে বের হয়ে প্রথমে ঢাকা দক্ষিণের ধানমন্ডির কাকলী হাই স্কুল এন্ড কলেজ কেন্দ্রে প্রবেশ করেন। এরপর তিনি ঢাকা উত্তরের অন্তর্গত ধানমন্ডি রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করেন।এদিকে ঢাকা দক্ষিণের সুরিটোলা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রসহ বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণের সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ সুষ্ঠুভাবেই চলছে।

তিনি বলেন, সিটি নির্বাচনে ১টি মাত্র কেন্দ্র্র ছাড়া বাকি সব কে›ন্দ্র ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে। রাজধানীবাসী আনন্দের সঙ্গে ভোট দিতে আসছে।ভোট গ্রহণে বিএনপির নানা অভিযোগ সম্পর্কে তিনি বলেন, ‘আমরা এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’চট্টগ্রাম সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন জানান, চট্টগ্রামে এখনো পর্যন্ত শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে। দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোটগ্রহণ সুষ্ঠুভাবে চলছে।নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা ও চট্টগ্রাম নগরীকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হচ্ছে। ভোটারদের নিরাপত্তা আর ভোটদান নির্বিঘ্ন করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেয়া হচ্ছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

ইসি সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম জানিয়েছেন, আনসার, পুলিশ, র‌্যাব কোস্টগার্ড, বিজিবি মিলে প্রায় ৮০ হাজারের মতো নিরাপত্তাকর্মী নির্বাচনে দায়িত্ব পালন করছেন। এদের সঙ্গে মাঠে আছে ৫শ’ ম্যাজিস্ট্রেট। এছাড়া তিন ব্যাটালিয়ন সেনাবাহিনী প্রস্তুত রয়েছে।সকাল সাড়ে পৌনে ১১টায় ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী সাঈদ খোকন সস্ত্রীক নাজিরাবাজার ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।ভোট দেয়ার পর সাংবাদিকদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ার সাঈদ খোকন বলেন, উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে ভোট হচ্ছে।