দৈনিকবার্তা-গৌরনদী (বরিশাল), ২৮ এপ্রিল: ২০ দলীয় জোটের টানা অবরোধ চলাকালে ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের উজিরপুর উপজেলার বিভিন্ন স্থানে নাশকতা ঘটানোসহ পেট্রল বোমায় ট্রাক হেলপাড় নিহত হওয়ার মামলার মূলহোতা বিএনপি কর্মি সোহাগ মৃধাকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে উজিরপুর মডেল থানা পুলিশ। সোমবার গ্রেপ্তারকৃতকে বরিশাল আদালতে হাজির করা হলে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে পেট্রল বোমায় ট্রাকের সহকারী হত্যা ও অস্ত্র রাখার কথা স্বীকার করেন।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম জানান, ২০ দলের হরতাল অবরোধ চলাচকালে ঢাকা বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টিকারী ও ১৮ জানুয়ারি মহাসড়কের উজিরপুর বামরাইল এলাকায় ট্রাকে প্রেট্রলবোমা হামলা চালিয়ে সহকারীকে হত্যা মামলার প্রধান আসামি সোহাগ মৃধাকে (২৮) গোপন সংবাদের ভিত্তিতে উজিরপুর মডেল থানা পুলিশ রাজধানী ঢাকার মিরপুর পল্লবী এলাকা থেকে রবিবার রাতে গ্রেপ্তার করেছে। পরবর্তিতে তার দেয়া স্বীকারাক্তি অনুযায়ী তার বাড়ির আঙীনার ঝোপের মধ্যে মাটির নিচে রাখা দেশীয় একটি ওয়ান সুটার, দুই রাউন্ড কার্তুজ ও থ্রি নট থ্রি রাইফেলের ৫ রাউন্ড গুলি উদ্ধার কার হয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় সোমবার উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) সনজিত শীল বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন। ওই দিন বিকেলে সোহাগকে বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হলে সোহাগ মৃধা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে ট্রাকে পেট্রল বোমা নিক্ষেপ ও অস্ত্র রাখার কথা স্বীকার করে।