image_125430_0

দৈনিকবার্তা-ঢাকা, ২৮ এপ্রিল: ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন আজ দুপুরে সিটি কর্পোরেশন নির্বাচনগুলো থেকে মাঝ পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সরে দাঁড়ানোর ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন।মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, সকল রাজনৈতিক দলের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আজকের ঘটনায় প্রতিক্রিয়া দেখানো উচিত। এই সিদ্ধান্তের ফলে ঢাকা ও চট্টগ্রামে আজ রাতে এবং আগামী কয়েকদিন সহিংসতা বা বিঘœ সৃষ্টিকারী কোন ঘটনা ঘটবে না বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।অনিয়মের সকল অভিযোগ দ্রুত এবং নিরপেক্ষভাবে তদন্ত হওযা জরুরি উল্লেখ করে ব্রিটিশ হাইকমিশনার আরো বলেন, সকল ভোটারের গণতান্ত্রিক অধিকার হিসেবে শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রদান নিশ্চিত করতে সকল রাজনৈতিক দল, নির্বাচন কমিশন এবং আইন-শৃঙ্খলা বাহিনীসমূহের দায়িত্ব।যারা নির্বাচনে জিতবেন তাদের স্ব স্ব শহরের অধিবাসীদের প্রয়োজন এবং ইচ্ছা অনুযায়ী তাদের সেবা প্রদানের দিকে লক্ষ্য রাখা উচিত বলেও মন্তব্য করেন তিনি ।

ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন এর আগে আজ সকালে রাজধানীর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন । সেই সময় তিনি সাংবাদিকদের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হচ্ছে বলে জানান।ঢাকাস্থ যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন সকাল ৮টা ৪৫ মিনিটে বনানী বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন করেন।তিনি ভোটকেন্দ্রের বিভিন্ন কক্ষ ঘুরে ঘুরে দেখেন এবং কেন্দ্র পরিচালনার সঙ্গে দায়িত্বে নিয়োজিত পুলিং অফিসার ও এজেন্টদের সাথে কথাবার্তা বলেন।কেন্দ্র থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি জানান, কোথাও কোনো অঘটনের সংবাদ পাইনি। কোথাও কোনো সহিংসতা দেখিনি। কারো কেনো অভিযোগ থাকলে নির্বাচন কর্মকর্তা দেখাশোনা করবেন।নির্বাচনে চলমান পরিস্থিতি সম্পর্কে আপনি সন্তুষ্ট কি-না এ প্রশ্নের জবাবে গিবসন বলেন, কোথাও কোনো অনিয়ম দেখা যায়নি।