DoinikBarta_দৈনিকবার্তা 9814684637

দৈনিকবার্তা-নারায়ণগঞ্জ, ২৮ এপ্রিল: নারায়ণগঞ্জে দুর্নীতিমুক্ত আইনাঙ্গনের দাবিতে আয়োজিত সমাবেশ থেকে তদন্তের মাধ্যমে দুর্নীতিবাজ বিচারকদের শনাক্ত করে ব্যবস্থা নেয়ার জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন জানিয়েছেন আইনজীবীরা। মঙ্গলবার দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আদালতপাড়ায় দুর্নীতি প্রতিরোধে গঠিত কমিটির উদ্যোগে আয়োজিত সমাবেশে বক্তারা এ দাবি করেন। তারা বিদায়ী জেলা ও দায়রা জজ মালিক আব্দুল্লাহ আল আমিনের দুর্নীতি তদন্ত ও দুজন সাবজজকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে নারায়ণগঞ্জ থেকে তাদের প্রত্যাহারের দাবি জানান। সমাবেশে বিক্ষুব্ধ আইনজীবীদের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি ও বাম ঘরানার আইনজীবীরা রয়েছেন।

আদালতপাড়ায় দুর্নীতি প্রতিরোধ কমিটির আহ্বায়ক,প্রবীণ আইনজীবী রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন এডভোকেট আমিনুল হক,রইস উদ্দিন, হারুন অর রশিদ, মাহবুবুর রহমান মাসুম, আওলাদ হোসেন, মোস্তফা করিম, আনোয়ার হোসেন, সরকার হুমায়ুন কবির, একে ফজলুল হক ভূঁইয়া, প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, নারায়ণগঞ্জে আদালতে এখন ছড়িয়ে পড়েছে দুর্নীতি। কয়েকজন বিচারক, কিছু আইনজীবী,জিআরও শাখা,পেশকার,পিয়ন জড়িয়ে পড়েছে দুর্নীতিতে।বিদায়ী জেলা ও দায়রা জজ মালিক আব্দুল¬াহ আল আমিন অনিয়ম, দুর্নীতির প্রতীকে পরিণত হয়েছেন। তার সঙ্গে প্রথম সাব জজ মহিউদ্দিন, দ্বিতীয় সাব জজ হাবিবা মন্ডলও নানা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত।তিন বিচারকের অনিয়ম ও দুর্নীতি তদন্ত এবং নারায়ণগঞ্জ আদালতে কর্মরত অভিযুক্ত ২ বিচারককেও প্রত্যাহারের দাবি জানান তারা। আদালতপাড়া দুর্নীতিমুক্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া ঘোষণা দেন বিক্ষুব্ধ আইনজীবীরা।