DoinikBarta_দৈনিকবার্তা e86-216x160দৈনিকবার্তা-ফেনী, ২৮ এপ্রিল: ফেনীর দাগনভূঞায় মঙ্গলবার সকালে ‘মুক্তিযুদ্ধকে জানো’ সংগঠনের উদ্যোগে মুক্তিযুদ্ধের ইতিহাস ভিত্তিক আন্তঃ কুইজ, রচনা ও বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউপির মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা সমূহের ছাত্রছাত্রীদের অংশগ্রহনে দুধমুখা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রতিযোগীতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর। মুক্তিযুদ্ধকে জানো সংগঠনের আহ্বায়ক গোলাম হায়দারেরর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শরিয়ত উল্যাহ বাঙ্গালী, ইউনিয়ন আ’লীগ সভাপতি মাস্টার এনামুল হক ও দুধমুখা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তাজ উদ্দিন।শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।