দৈনিকবার্তা-খুলনা, ২৮ এপ্রিল: বাংলাদেশের ৭৫ ও ৭৬তম খেলোয়াড় হিসেবে টেস্ট ক্যাপ পড়লেন বাংলাদেশের মোহাম্মদ শহীদ ও সৌম্য সরকার। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ একাদশে সুযোগ পেলে অভিষেক ঘটে শহীদ ও সৌম্যর। এ ম্যাচে পাকিস্তানের পক্ষে অভিষেক হয়েছে সামি ইসলামের। পাকিস্তানের ২২০তম খেলোয়াড় হিসেবে অভিষেক ঘটলো সামির।
টেস্ট দিয়ে প্রথমবারের মত জাতীয় দলে সুযোগ পান পেসার শহীদ। আর পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টেই একাদশে সুযোগ ঘটে তার। ঘরোয়া আসরে দারুণ পারফরমেন্স করেছেন শহীদ। প্রথম শ্রেনীর ক্রিকেটে ২৫ ম্যাচের ৪৭ ইনিংসে ৫৬ উইকেট শিকার করেন তিনি। ব্যাট হাতে ভালো স্কোর করার অভিজ্ঞতা তার রয়েছে। প্রথম শ্রেনীর ক্রিকেটে ১০২ রানের ইনিংস খেলে সেই প্রমাণও দিয়েছেন ২৬ বছর বয়সী শহীদ।শহীদের মত টেস্ট অভিষেক হয়েছে সৌম্যরও। তবে আন্তর্জাতিক ম্যাচ খেলার স্বাদ ইতোমধ্যে নিয়েছেন সৌম্য। ১০টি ওয়ানডে ও ১টি টুয়েন্টি টুয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। ওয়ানডেতে নিজের পারফরমেন্সের ঝলক দেখিয়েছেন সৌম্য। সীমিত ওভারের ম্যাচে ১টি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরিতে ৩৫৯ রান করেছেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান। আর টি-২০ ম্যাচের অভিষেকে কোন বল মোকাবেলা না করেই শূন্য রানে ফিরেন ২২ বছর বয়সী সৌম্য।