mail.google.com_229

দৈনিকবার্তা-চাঁপাইনবাবগঞ্জ, ২৮ এপ্রিল: চাঁপাইনবাবগঞ্জে রেস্তোঁরা থেকে সরবরাহকৃত খাবারের বিষক্রিয়ায় অন্তত: ৪০ পুলিশ সদস্য অসূস্থ হয়ে পড়েছে বলে সংবাদ পাওয়া গেছে। জানা গেছে, জাতিসংঘের সহায়তায় পরিচালিত পুলিশ রিফর্ম প্রকল্পের আওতায় সদর মডেল থানায় গতকাল সোমবার দিনব্যাপী জেন্ডার সংবেদনশীল পুলিশিং কর্মশালায় অংশগ্রহনকারী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার গোলাম মোর্ত্তুজা,ও.সি- তদন্ত সারোয়ার হোসেন সহ অন্তত: ৪০ পুলিশ সদস্য খাবারের বিষক্রিয়ায় আক্রান্ত হয় বলে অভিযোগ করেছে পুলিশ।

গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিদুর রশিদ ও সদর মডেল থানার উপপরিদর্শক মাহবুব জানান,গত কালকের অনুষ্ঠানে সরবরাহ করা জেলার অভিজাত উদয়ন মোড়ের আলাউদ্দিন হোটেল এন্ড রেষ্টুরেন্টের খাবার খেয়ে বিষক্রিয়া থেকেও এমনটি হতে পারে। অসূস্থদের ৮ জনকে রাতেই জেলা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয় ও বাকীদের চিকিৎসা দেয়া হয়েছে। এর মধ্যে গুরুতর অসূস্থ সাথী খাতুন নামের কনষ্টেবল কে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক নাজির হোসেন জানান, বমি,ঘন ঘন পায়খানা ও জ্বর নিয়ে পুলিশ সদস্যরা হাসপাতালে আসলে তাদের ডায়ারিয়া ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তিনিও জানান, খাবারে বিষক্রিয়া থেকেও এমনটি হতে পারে। পরে আজ দুপুর দেড়টায় গোয়েন্দা পুলিশের একটি দল রেষ্টুরেন্টের মালিক হুজরাপুরের হাজী শাহজাহানের পুত্র নাসের (৪০) সহ ৫ জনকে আটক করে সদর থানায় নিয়ে আসে। পুলিশ জানায়, ঘটনাটির পূর্ন তদন্ত করে আটককৃতদের ব্যাপারে পরবতী আইনী ব্যবস্থা নেয়া হবে।