DoinikBarta_দৈনিকবার্তা Gazipur-(1)- 28 April 2015-Legail Aid Human chain

দৈনিকবার্তা-গাজীপুর, ২৮ এপ্রিল: সরকারি আইনি সহায়তা পাওয়ার উন্মুক্ত হলো দ্বার বিকল্প বিরোধ নিষ্পত্তি সংযুক্ত হলো এবার’ স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার গাজীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে জেলা জজ আদালতের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের রাজবাড়ি সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জজ আদালতের সামনে গিয়ে শেষ হয়। গাজীপুরের জেলা ও দায়রা জজ আবুল খায়ের মোঃ এনামুল হক ছাড়াও র‌্যালীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ ফজলে এলাহী ভূইয়া, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ জাহেদ মনসুর, খালেদা ইয়াসমিন, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আস্সামছ জগলুল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ দেলোয়ার হোসেন, গাজীপুর আদালতের জিপি অ্যাডভোকেট আমজাদ হোসেন বাবুল, পিপি হারিছ উদ্দিন আহমেদ, বারের সভাপতি দেওয়ান মোহাম্মদ ইব্রাহীম ও সাধারণ সম্পাদক মনির হোসেন প্রমুখ। পরে আদালত প্রাঙ্গনে লিগ্যাল এইড মেলা উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ আবুল খায়ের মোঃ এনামুল হক।