DoinikBarta_দৈনিকবার্তা 5985

দৈনিকবার্তা-নওগাঁ, ২৭ এপ্রিল: নওগাঁর মান্দায় গম বোঝাই একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই লছিমনের চালকসহ তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, উপজেলার জিনারপুর গ্রামের মৃত খোদাবক্সের ছেলে লছিমন চালক মোজাম্মেল হক (৪৭), গাইহানা গ্রামের মৃত নুর বক্সের ছেলে তাজ উদ্দিন (৩০) ও একই এলাকার উজির মহুরীর ছেলে উজ্জল হোসেন (২৮)। সোমবার দুপুর দেড়টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের ফেরিঘাট কুসুম্বা ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, নিহত তাজ উদ্দিন ও উজ্জল হোসেন গরু ব্যবসায়ি। সোমবার দুপুরে মোজাম্মেল হকের লছিমনে তারা দু’জন নিয়ামতপুর উপজেলার ছাতড়া হাটে গরু কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথে উল্লেখিতস্থানে নওগাঁর দিক থেকে আসা গম বোঝাই একটি ট্রাক লছিমনকে চাপা দিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটে। দুর্ঘটনার পরেই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। পুলিশ লাশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে।এদিকে দুর্ঘটনার সংবাদ পেয়ে মান্দা উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ, ইউএনও আব্দুর রহিম, মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুর রাজ্জাক, অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।