দৈনিকবার্তা-নারায়ণগঞ্জ, ২৭ এপ্রিল: নারায়ণগঞ্জ তিনশ শয্যা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের জন্য নতুন ৭০টি সিলিং ফ্যান প্রদান করেছেন নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। সোমবার দুপুরে হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ নিতিশ চন্দ্রের কাছে ফ্যান গুলো সাংসদ নিজেই হস্তান্তর করেন। ওই সময় সাংসদের সঙ্গে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাঃ দুলাল চন্দ্র চৌধুরী, বিকেএমইএ’র সহ সভাপতি (অর্থ) জিএম ফারুক, বিএমএ নারায়ণগঞ্জ জেলার সভাপতি ডাঃ শাহনেওয়াজ চৌধুরী, হাসপাতালের সার্জন ডাঃ ফেরদৌস প্রমুখ।
ফ্যান প্রদান শেষে সাংসদ বলেন,রোগিদের উন্নত চিকিৎসা দেবা দিতে হাসপাতালের যেসব ইকুইপমেন্টের প্রয়োজন সেগুলো না থাকলে তার তালিকা তৈরী করে তার কাছে দেবার আহবান জানান। তালিকা পেলে তিনি স্বাস্থ্য মন্ত্রনালয়ে ডিও লেটার পাঠাবেন। প্রয়োজনে নিজ তহবিল এবং অন্যদের সহায়তা নিয়ে ওইসব ইকুইপমেন্ট জোগাড় করা হবে। যাতে নারায়ণগঞ্জের রোগিদের চিকিৎসার জন্য ঢাকায় যেতে না হয়।উল্লেখ্য, তিনশ শয্যা হাসপাতালটির বিভিন্ন ওয়ার্ডের ৭০টি ফ্যান দীর্ঘ দিন যাবৎ অকেজো হয়েছিল।