দৈনিকবার্তা-ঢাকা, ২৭ এপ্রিল: দেশে জুড়ে আবারও ভূমিকম্প। রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি স্থানে আবার ভূকম্পন অনুভূত হয়েছে। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাংলাদেশের কয়েকটি জায়গায় ভূকম্পন অনুভূত হয়।এ নিয়ে পরপর তিন দিন বাংলাদেশে ভূমিকম্প আঘাত হানল।এবার ভারত-বাংলাদেশ সীমান্তে। রিখটার স্কেলে ৫.১ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো বাংলাদেশের পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তের নিকটবর্তী ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার মিরিকের ভূপৃষ্ঠের প্রায় ৬৭ দশমিক ১ কিলোমিটার গভীরে। শিলিগুঁড়ি থেকে স্থানটির দূরত্ব মাত্র ৪৭ কিলোমিটার। (সূত্র: মার্কিন জিওলজিক্যাল সার্ভে)।বাংলাদেশ সময় সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে সংঘটিত এই ভূমিকম্পের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি মাত্রার কম্পন অনুভূত হয়েছে। সবচেয়ে বেশি ঝাঁকুনি অনুভূত হয়েছে পঞ্চগড় সহ দেশের উত্তরাঞ্চলীয় জেলাগুলোতে। এখনও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
নেপালের হিটুরা এবং ভারতের দার্জিলিংয়ের মিরিক এলাকায় পর দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। সেই কারণে বাংলাদেশের কয়েকটি জায়গায় ভূকম্পন অনুভূত হয়েছে। ভারতের মিরিকে ৫ দশমিক ১ মাত্রা ও নেপালের হিটুরায় ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।যুক্তরাষ্ট্রের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইউএসজিএস-এর ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা গেছে। তবে বাংলাদেশের আবহাওয়া বিভাগ এ ভূমিকম্পের ব্যাপারে সন্ধ্যা সাতটা পর্যন্ত কোনো তথ্য দিতে পারেনি। তবে আমাদের শেরপুর ও কুষ্টিয়ার প্রতিনিধিরা জানিয়েছেন ওই দুই জেলায় আজ সন্ধ্যায় ভূকম্পন অনুভূত হয়েছে।ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী রোববার এবং সোমবার এ দুদিনে ভারত, নেপাল এবং ইরানে মোট ১০টি ভূকম্পন আঘাত হানে। এর মধ্যে একটি ভারত, একটি ইরান এবং বাকি আটটি নেপালে। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি ছিল নেপালের নাগোরকোর্টে। এটি গতকাল স্থানীয় সময় সাড়ে চারটার দিকে আঘাত হানে, এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।
এ ব্যাপারে বাংলাদেশ ভূমিকম্প সমিতির সাধারণ সম্পাদক ও বুয়েটের অধ্যাপক মেহেদি আহমেদ আনসারি বলেন, গত তিন দিন ধরে নেপালের আঘাত হানা ভূমিকম্প প্রবণ এলাকাটি হিমালয়ের নেপাল অংশ থেকে ভারতের দিকে সরে আসছে। যদি এই মাত্রার ভূমিকম্পটি মাঝারি থেকে তীব্র মাত্রার ভূমিকম্প হিসেবে ভারতের বিহার রাজ্যে আঘাত হানে তাহলে বাংলাদেশের জন্য মারাত্মক বিপর্যয় সৃষ্টি করবে। ফলে আমাদের যতটুকু সম্পদ আছে তাই নিয়ে প্রস্তুত থাকতে হবে।গত শনিবার নেপালে আঘাত হানা ভূমিকম্পের কারণে দেশটিতে প্রায় তিন হাজারের বেশি লোকের প্রাণহানির ঘটনা ঘটে।
এদিকে,রোববার দ্বিতীয় দফায় ভূমিকম্পের ঘটনায় রাজধানীর ইডেন মহিলা কলেজের শেখ ফজিলাতুন্নেসা ছাত্রী হোস্টেলের ভবনে ফাটল দেখা দিয়েছে। এ ঘটনায় কর্তৃপক্ষ অনির্দিষ্ট কালের জন্য ওই হোস্টেলটি বন্ধ ঘোষণা করে। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ইডেন কলেজের ছাত্রীরা হোস্টেল ছেড়ে যাওয়ার সময় এ তথ্য জানা যায়। কলেজের ছাত্রীরা জানান, শেখ ফজিলাতুন্নেসা ছাত্রী হোস্টেলের ভবনে ফাটলের ঘটনায় কর্তৃপক্ষ অনির্দিষ্ট কালের জন্য হোস্টেলটি বন্ধ ঘোষণা করে তাদের হোস্টেল খালি করতে বলে। সেই জন্যই তারা হোস্টেল ছেড়ে যাচ্ছেন। শেখ ফজিলাতুন্নেসা হোস্টেলের এক ছাত্রী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ১১ তলা বিশিষ্ট নবনির্মিত ওই হোস্টেলের ২, ৬, ৮ এবং ১১ তলার মেঝেতে ফাটল ধরেছে। হোস্টেলের ৩০টি রুমের মেঝেতে ফাটল দেখা দিয়েছে বলেও জানান তিনি।ছাত্রীরা জানান, রোববার ভূমিকম্পের পর হোস্টেলে ফাটল দেখা দিলে কর্তৃপক্ষ ছাত্রীদের আর হোস্টেলে থাকতে দেয়নি। ফলে ছাত্রীরা হোস্টেলের বাইরে মাঠে এবং অন্য ভবনের বারন্দায় রাত্রিযাপান করতে হয়।খুব শিগগিরই বুয়েটের একটি প্রকৌশলী দল ফজিলাতুন্নেসা হোস্টেলের ভবনের ফাটল অংশ পর্যবেক্ষণ করবেন বলেও জানান ছাত্রীরা।এ বিষয়ে প্রাথমিকভাবে কলেজ কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
রাজশাহী: রাজশাহীতে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।সোমবার সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটের দিকে এ ভূকম্পন অনুভূত হয়।এটি প্রায় ২০ থেকে ২৫ সেকেন্ড স্থায়ী ছিল। তবে এ ঘটনায় কোনো ধরণের ক্ষয়-ক্ষতি হয়েছে কিনা তাৎক্ষণিক ভাবে জানা যায়নি। এ সময় নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভূমিকম্পের সময় মানুষ বাড়ির বাইরে খোলা স্থানে অবস্থান নেন।রাজশাহী আবহাওয়া অফিসের কর্মকর্তা আশরাফুল আলম জানান, রাজশাহীতে ভূমিকম্প মাপার কোনো যন্ত্র নেই। তবে ঢাকা আবহাওয়া অধিদফতরের বরাত দিয়ে তিনি জানান, রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৫ দশমিক ১। এর আগে রোববার দুপুর ১টা ১৩ মিনিটে মাঝারি ভূকম্পন অনুভূত হয়। যার উৎপত্তিস্থল ছিলো নেপালে।এদিকে, ভূকম্পন অনুভূতের বিষয়টি আঁচ করতে পেরে এখনও নগরীর বহুতল ভবনে উঠতে সাহস পাচ্ছেন না সাধারণ মানুষ। বার বার এমন ভূমিকম্পে জনমনে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে।নাটোর প্রতিনিধি জানান,নাটোরে আজও ভুমিকম্প অনুভুত হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে এই ভুমিকম্প অনুভুত হয়। মাত্র কয়েক সেকেন্ড ব্যাপী এ ভূমি কম্প অনুভূত হয়। ভূকম্পন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠান সহ সকল ভবন থেকে ভীত সন্ত্রস্ত মানুষজন দ্রুত রাস্তায় নেমে আসে। তবে ভুমিকম্পে তাৎক্ষনিক ভাবে বড় কোন দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।