DoinikBarta_দৈনিকবার্তা Jhenidah Kidnape Recovery Photo 27.04.15

দৈনিকবার্তা-ঝিনাইদহ, ২৭ এপ্রিল: ঝিনাইদহের কালীগঞ্জের উপজেলার সুন্দরপুর গ্রাম থেকে অপহৃত মাছে ঘের পাহারাদার ওসমান আলী (৫২)কে ৩ দিন পর সদর উপজেলার ফুরসুন্দি ইউনিয়নের লক্ষীপুর গ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে সুন্দরপুর গ্রামের কাশেম আলী নামে একজনকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে তাকে উদ্ধার করা হয়। ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) গোপীনাথ কানজিলাল জানান, গত শুক্রবার ওসমান আলী ওই গ্রামের একটি মৎস্য ঘেরে নৈশ প্রহরীর কাজে দায়িত্ব পালনরত অবস্থায় অপহরনের স্বীকার হন। এরপর ২৫ তারিখ শনিবার তার ভাই থানায় জিডি করা হয়। অপহরনকারীরা অপহৃতের পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপন চাইতে থাকে। এরপর থেকেই পুলিশ জেলার বিভিন্ন উপজেলায় অভিযান শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে সদর উপজেলার ফুরসুন্দি ইউনিয়নের লক্ষীপুর গ্রাম থেকে ওসমান আলীকে উদ্ধার করা হয়। তিনি গুরুতর অস্বুস্থ থাকায় তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।