DoinikBarta_দৈনিকবার্তাSurfing_news_inner_968610998

দৈনিকবার্তা-কক্সবাজার, ২৭ এপ্রিল: উত্তাল তরঙ্গের মাঝেও তারা রোমাঞ্চকর, দুঃসাহসী। সাগরের ঢেউয়ের তালে সার্ফিং বোর্ড নিয়ে ছোটাছুটি তাদের নেশা। বাতাসের বেগ কখনো কখনো ১০ কিলোমিটারের উপরে। তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস। গর্জন তুলে বিশ্বের র্দীঘতম সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে তীরে। ঢেউয়ের সঙ্গে তাল রেখে সার্ফিং বোটে চড়ে সাঁইসাঁই করে এগিয়ে চলছে এক কিশোর। কখনো কিশোর দারুণভাবে নিজের দক্ষতা প্রদর্শন করছেন। আবার কখনো ব্যর্থ হচ্ছেন। অদূরেই মঞ্চে বসে আছেন আটজন বিচারক। তাদের দৃষ্টি কিশোরের দিকে। কক্সবাজাবে ঘুরতে আসা উৎসুক পর্যটকরা ভীড় করে দেখছেন তার সার্ফিং। এভাবে নির্ধারিত ২০ মিনিট সে সার্ফিংয়ের নানা কসরত প্রদর্শন করে।

দুঃসাহসী এইসব সার্ফারকে নিয়ে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের লাবণী পয়েন্টে সোমবার সকালে প্রথমবারের মতো শুরু হয়েছে ‘ব্র্যাক চিকেন প্রথম জাতীয় সার্ফিং প্রতিযোগিতা। সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন কক্সবাজার জেলাপ্রশাসক মোহাম্মদ আলী হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সাইফুর রহমান, ডিজিএম (ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড এন্টারপ্রাইজ)। হসপিটালিটি পার্টনার বাংলাদেশ পর্যটন করপোরেশনের ম্যানেজার মার্কেটিং ও পিআর পারভেজ আহমেদ চৌধুরী। উপস্থিত ছিলেন বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশনের সভাপতি এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন), সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরী ও ট্রেজারার আমিনুল ইসলাম লিটনসহ অন্যান্য কর্মকর্তা।পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের লাবনী পয়েন্টে এই প্রতিযোগিতায়। বিভিন্ন ক্যাটেগোরিতে ৭০ জন সার্ফার এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। বিগেনার, জুনিয়র ও প্রফেশনাল/সিনিয়র এই তিন ক্যাটেগোরিতে অনুষ্ঠিত হচ্ছে এই প্রতিযোগিতা। সোমবার ক্যাটেগোরিগুলোর বিভিন্ন রাউন্ড শেষে প্রতিযোগিতা সেমিফাইনালে উঠবেন। মঙ্গলবার সকালে সেমিফাইনাল ও ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে প্রথম জাতীয় সার্ফিং প্রতিযোগিতা ২০১৫।

DoinikBarta_দৈনিকবার্তা সার্ফিং

বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং ব্র্যাক চিকেনের পৃষ্ঠপোষকতায় শুরু হওয়া দুই দিনের এই প্রতিযোগিতায় তিন ক্যাটাগরিতে। প্রফেশনাল বিভাগের চ্যাম্পিয়নকে প্রাইজমানি হিসেবে দেওয়া হবে ২০ হাজার টাকা। রানার্স আপ পাবেন ১৫ হাজার টাকা। আর তৃতীয় স্থান অধিকারকারী পাবেন ১০ হাজার টাকা। এদিকে মহিলা ও বিগেনার বিভাগের প্রথম স্থান অর্জনকারী পাবেন ১০ হাজার টাকা। দ্বিতীয় স্থান অর্জনকারী ৬ ও তৃতীয় স্থানধারী পাবেন ৪ হাজার টাকা করে।