DoinikBarta_দৈনিকবার্তা 1702_212626

দৈনিকবার্তা-ঢাকা, ২৭ এপ্রিল: এক সময়ের ব্যস্ত চিত্রনায়িকা সিমলা। চলতি সময়ে খুব বেশি চলচ্চিত্রে কাজ না করলেও পছন্দ মতো চিত্রনাট্য বেছেই এখন কাজ করছেন তিনি। কমার্শিয়াল চিত্রনায়িকা হিসেবে দীর্ঘদিন কাজ করলেও বিকল্পধারার ছবিতেও কাজ করেছেন সিমলা। পাশাপাশি বিশেষ দিনগুলোতে ছোটপর্দাতেও দেখা মিলছে এই অভিনেত্রীর। এবার ঈদেও দুটি নাটকে দেখা যাবে তাকে। দুটি নাটকে তার সহশিল্পী মোশাররফ করিম ও সজল। নাটক প্রসঙ্গে সিমলা বলেন, চলচ্চিত্রের কাজের জন্য ছোটপর্দায় বিশেষ দিন ছাড়া কাজ করা হয় না। ছোটপর্দাতেও দর্শকদের ভালো সাড়া পেয়েছি। তাই ভালোবাসার জায়গা থেকেই কাজ করা।বর্তমানে দুটি ছবির কাজ নিয়ে ব্যস্ত আছেন সিমলা। নিষিদ্ধ প্রেমর গল্প’ ও ‘নাইয়র’ ছবিতে কাজ করছেন তিনি। সম্প্রতি ভারতীয় চলচ্চিত্র আমদানি নিয়ে শিল্পী সমিতি আন্দোলনে নামলেও এখনও হিন্দি ছবির পাশাপাশি কলকাতার ছবিও হলে চলছে। এই প্রসঙ্গে তাদের আন্দোলনের ফল জানতে চাওয়া হলে সিমলা বলেন, এই বিষয়ে আমি কিছুই জানি না। আমি কিছুই বলতে চাচ্ছি না।