দৈনিকবার্তা-ঢাকা, ২৬ এপ্রিল: যতোই হামলা-মামলা হোক,ভোটে আছি, থাকব, বলেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল। রোববার দুপুরে শ্যামলী এলাকায় গণসংযোগ ওনির্বাচনী প্রচারণাকালে তিনি একথা বলেন।তাবিথ বলেন, নির্বাচন কমিশনকে আগেও বলেছি, এখনও বলছি, সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করুন। আশা করি, নির্বাচন কমিশন তার দায়িত্ব থেকে ভোটের দিন অন্তত সুষ্ঠু ও স্বাভাবিক নির্বাচনী পরিবেশ নিশ্চিত করবে।তিনি আরও বলেন, নির্বাচিত হই বা না হই জনগণের পাশে আছি, থাকব। তবে আমার পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তাতে সুষ্ঠু নির্বাচন হলে জয়ী হব বলে আশা রাখি।এ সময় তিনি ঢাকা উত্তরের অপর মেয়রপ্রার্থী মাহী বি চৌধুরীর ওপর হামলার নিন্দা জানান।গণসংযোগের শেষ দিনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রায় সব কটি ওয়ার্ড চষে বেড়িয়েছেন মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল। তিনি জনতার সঙ্গে মতবিনিময়, পথসভা ও লিফলেট বিতরণ করে ‘বাস’ মার্কায় ভোট এবং দোয়া প্রার্থনা করেন। ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তাবিথ আউয়াল বলেন, আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবেন। কেউ ভোট কারচুপি, ডাকাতি ও বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের প্রতিহত করবেন। ব্যালোটের মাধ্যমে আমাকে বিজয়ী করলে আপনারা ঢাকাবাসী-ই বিজয়ী হবেন।
দিনভর এ গণসংযোগে সময় সময় তিনি গণমাধ্যমে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা, লেভেল প্লেয়িং ফিল্ড না থাকা, ভয়ভীতি, গ্রেফতার, হামলা এবং নির্বাচন কমিশনের প্রশ্নবিদ্ধ ভূমিকার বিষয় অভিযোগ করেন।
লেভেল প্লেয়িং ফিল্ড নেই অভিযোগ করে বিএনপি নেতৃত্বাধীন ২০ দল সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেন, সরকার সমর্থক প্রার্থী ছাড়া সব মেয়রপ্রার্থীরা কমিশনের কাছে লেভেল প্লেয়িং ফিল্ড, সেনা মোতায়েনের প্রস্তাব দিয়েছেন। কিন্তু কমিশন আমাদের কোন দাবি ও প্রস্তাবই রাখেনি। গ্রেফতার, হুমকি ও হয়রাণির অভিযোগ করে তাবিথ আউয়াল বলেন, সরকার সমর্থক ও আইন শৃঙ্খলা বাহিনী প্রার্থী, ভোটার, প্লোলিং এজেন্টদের ভয়ভীতি দেখাচ্ছে, গ্রেফতার করছে। সরকার সমর্থক প্রার্থীরা নির্বাচনী আচারণ বিধি লঙ্ঘন করছে। এসব অভিযোগ নির্বাচন কমিশনকে একাধিকবার করেও কোন প্রতিকার পাননি উল্লেখ করে তাবিথ আউয়াল বলেন, গণতন্ত্রের ভিত মজবুত করার স্বার্থে নির্বাচন কমিশন চাইলে শেষ মুহুর্তে এখনও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরি করা সম্ভব।
সুষ্ঠু নির্বাচন হলে জয় নিশ্চিত প্রত্যাশা করে তাবিথ আউয়াল বলেন, মানুষের বিপুল সমর্থন পাচ্ছি। জনগণ আমাদের পাশে আছে। রোববার সকাল ৮টায় আদর্শ ঢাকা আন্দোলন মনোনীত এই মেয়র প্রার্থী রাজধানীর শাহজাদপুর এলাকার বাঁশতলা এলাকা থেকে ‘বাস’ মার্কায় ভোট চেয়ে প্রচার অভিযান শুরু করেন। এরপর সকাল পৌনে ৯টায় বাড্ডার হোসেন মার্কেট (ওয়ার্ড-২১), সোয়া ৯টায় মেরুল বাড্ডা (ওয়ার্ড-২১), সাড়ে ৯টায় রামপুরা বাজার (ওয়ার্ড-২২), ১০টায় রামপুরা আবুল হোটেলের সামনে (ওয়ার্ড-২৩), সাড়ে ১০টায় মালিবাগ চৌধুরী পাড়া ও মালিবাগ রেলগেট এলাকায় (ওয়ার্ড-২৩), সোয়া ১১টায় মগবাজার চৌরাস্তা থেকে ইস্কাটন হয়ে বাংলামোটর এলাকায় (ওয়ার্ড-৩৫) গণসংযোগ করেন।
‘তরুণ প্রজন্ম- নতুন ঢাকা’ স্লোগে ঢাকা গড়ার প্রতিশ্রুতি দেয়া এই মেয়র প্রার্থী দুপুর ১২টায় কারওয়ান বাজার,ফার্মগেট, ইন্দিরারোড, খামার বাড়ি, আসাদগেট (ওয়ার্ড-২৬,২৭), সাড়ে ১২টায় শ্যামলী, (ওয়ার্ড- ৩০,৩২,২৮), পৌনে ১টায় কল্যাণপুর বাসস্ট্যান্ড (ওয়ার্ড-১১), ১টায় দারুস সালামে খালেক পেট্টোল পাম্প (ওয়ার্ড-৯,১১), সোয়া ১টায় মিরপুর এক নম্বর গোল চত্বর (ওয়ার্ড- ৮,১০,১২), দেড়টায় সনি সিনেমা হল মোড় (ওয়ার্ড-৭,১২), পৌনে ২টায় মিরপুর কলেজের সামনে (ওয়ার্ড-৭,১৩), সোয়া ২টায় পূরবী সিনেমা হল (ওয়ার্ড-৬), পৌনে ৩টায় বিআরটিএ (ওয়ার্ড-৪,১৪) এলাকায় গণসংযোগ করেন।
এরপর বিকাল ৩টায় ১৪নং ডেন্টাল কলেজ (ওয়ার্ড-১৬), সোয়া ৩টায় মিরপুর ১০নং গোল চত্বর (ওয়ার্ড-১৪), সাড়ে ৩টায় কাজীপাড়া (ওয়ার্ড-১৪), পৌনে ৪টায় শেওড়াপাড়া (ওয়ার্ড-১৪), বিকেল ৪টায় তালতলা সরকারি স্টাফ কোয়াটার (ওয়ার্ড- ২৮), পৌনে ৫টায় তেজগাঁও নাবিস্কো মোড় (ওয়ার্ড-২৪), ৫টায় মহাখালী বাসস্ট্যান্ড (ওয়ার্ড-২০,২৫), সাড়ে ৫টায় নিকুঞ্জ এক নম্বর রোডের খিলক্ষেত (ওয়ার্ড- ১৭), ৬টায় উত্তরা রাজলক্ষ্মী কমপ্লেক্স (ওয়ার্ড-১), সোয়া ৬টায় মাসকাট প্লাজা (ওয়ার্ড-১) গণসংযোগ করেন। সন্ধ্যা পৌনে ৭টায় শেওড়া বাজার বাসস্ট্যান্ড (ওয়ার্ড-১৭), ৭টায় বনানী কাঁচা বাজার (ওয়ার্ড-১৯), সাড়ে ৭টা থেকে ৮টা পর্যন্ত মহাখালী তিতুমীর কলেজ এলাকা এবং গুলশান এক নম্বর গোল চত্বর ও নিকেতন এলাকায় (ওয়ার্ড-১৯,২০) প্রচার অভিযান চালান। এসময় তিনি ভোটারদের নির্বিঘেœ ভোট কেন্দ্রে গিয়ে ‘বাস’ মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়ে গণসংযোগ শেষ করেন।