DoinikBarta_দৈনিকবর্তা 150329033751

দৈনিকবার্তা-মাগুরা, ২৬ এপ্রিলঃ মাগুরার চার উপজেলায় রবিবার স্নাতকও সমমান পর্যায়ের ১ হাজার ২১০ শিক্ষার্থীকে ৬৩ লাখ ৭১হাজার টাকা উপবৃত্তি বিতরণ করা হয়েছে।প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট’-এর আর্থিক সহায়তায় শিক্ষার্থীদের মাঝে এ উপবৃত্তির টাকা প্রদান করা হয়েছে।রোববার শ্রীপুর ডিগ্রি কলেজে কামরুল লায়লা জলি এমপি এ উপবৃত্তি প্রদান করেন। তিনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।এ সময় শ্রীপুর উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ইয়ারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মধুসূদন সাহা, শ্রীপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা উপস্থিত ছিলেন।

ব্তিরণকৃত টাকার মধ্যে সদর উপজেলার ৮ টি কলেজ ও একটি মাদ্রাসার প্রত্যককে ৪ হাজার ৯’শ টাকা করে ৬১৫ জন শিক্ষার্থীকে ৩৪ লাখ ৫৬ হাজার ৩’শ টাকা, শ্রীপুর উপজেলার ৪ টি কলেজে ১৮২ জন শিক্ষার্থীকে ৮ লাখ ৯১ হাজার ৮০০, মহম্মদপুর উপজেলায় ৬টি কলেজে ২৩৬ জন শিক্ষার্থীর মধ্যে ১১ লাখ ৫৬ হাজার ৪০০ টাকা ও শালিখা উপজেলার ৪টি কলেজের ১৭৭ জন শিক্ষার্থীকে ৮ লাখ ৬৭ হাজার ৩০০ টাকা প্রদান করা হয়।এদিকে মাগুরা আদর্শ ডিগ্রি কলেজের সম্মেলন কক্ষে সদর উপজেলার উপবৃত্তি প্রদান করা হয়। জেলা প্রশাসক মাহবুবর রহমান প্রধান অতিথি ছিলেন। তিনি শিক্ষার্থীদের হাতে উপবৃত্তি তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ সূর্যকান্ত বিশ্বাস, অধ্যক্ষ আব্দুল লতিফ, জেলা শিক্ষা অফিসার ফজলে আলম, সদর, প্রমুখ।এছাড়া শালিখা ও মহম্মদপুর উপজেলায় উপবৃত্তির টাকা দেওয়া হয়েছে।