দৈনিকবার্তা-ঢাকা, ২৬ এপ্রিলঃ বাংলাদেশে একর পর এক পরাজয়ের পর পাকিস্তানের প্রধান কোচ ওয়াকার ইউনিস এবং তার সহকারী মুশতাক আহমেদ দলের খেলোয়াড়দের সঙ্গে একান্তভাবে কথা বলেছেন এবং তাদের (কোচদের) কোচিং পদ্ধতিতে খেলোয়াড়রা সন্তষ্ট কিনা জানতে চেয়েছেন।পাকিস্তান দলের একটি সূত্র ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) জানান, গত শুক্রবার ঢাকাতে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টি-২০ ম্যাচে পরাজয়ের পর ওয়াকার ও মুশতাক খেলোয়াড়দের সঙ্গে একটি বৈঠক করেছেন।সুত্রটি জানায়, ‘বৈঠকে সাধারণ আলোচনার চেয়ে ভিন্ন ধর্মী বিষয় ছিল তাদের (কোচ) কি ভুল ছিল সেটা জানতে চেয়েছেন। খেলোয়াড়রা তাদের কোচিং পদ্ধতিতে সন্তষ্ট কিনা জানতে চেয়েছেন এবং ওয়াকার ও মুশতাকের পদত্যাগ চায় কিনা।ওয়াকার ছিলেন খুবই আবেগপ্রবণ এবং বলেন এটা কেবল পাকিস্তান ক্রিকেটের ভাবমূর্তিই নষ্ট করেনি, তার নিজের সুনামও ক্ষুন্ন করেছে। তাকে বলার জন্য কিছু আছে কিনা তিনি প্রত্যেক খেলোয়াড়ের তা জানতে চান এবং তার ও মুশতাকের পদত্যাগ করা উচিত কিনা সেটাও জানতে চান।’
তিনি বলেন দু’জন সাবেক বোলিং গ্রেট বিশেষ করে পেসাররা ভাল করতে পারছে না সে বিষয়ে জানতে চেয়েছেন। ম্যাচের আগে টিম মিটিংয়ে কেন পরিকল্পনা করা হয়নি এবং বাস্তবায়িত হয়নি সে বিষয়েও সাবেকরা প্রশ্ন করেছেন।সুত্র জানায়, ‘বাংলাদেশের পিচে কেমন বোলিং করতে হবে সেটা পরিষ্কার করে বলা সত্বেও পেসাররা ভিন্নতা আনতে চেস্টা না করায় ওয়াকার খুবই অসন্তস্ট।’অতীতে তারা অসাধারন পারফরমেন্স করেছে বলে বোলারদের স্মরণ করিয়ে দেন ওয়াকার ও মুশতাক। মাঠে ও দলের জন্য ভাল একটা শুরু এনে দিতে তাদেরকে কেবলমাত্র ঠান্ডা থাকতে হবে এবং পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে বলেও মনে করিয়ে দেন দুই কোচ।বাংলাদেশ সফরে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর একমাত্র টি-২০ ম্যাচেও বড় ব্যবধানে পরাজয়ের পর প্রচন্ড চাপে পড়েন ওয়াকার। ফলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ন্যায় কোচিং স্টাফেও পরিবর্তনের দাবী ওঠে।প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বিদেশ সফর থেকে দেশে ফেরার পর বোর্ডে পরিবর্তন হবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবী করেছেন সাবেক কতিপয় খেলোয়াড়।