litchi_26569

দৈনিকবার্তা-রংপুর, ২৬ এপ্রিল: চলতি মৌসুমে অনুকূল আবহাওয়ার কারণে উত্তরাঞ্চলের জেলাগুলোতে লিচুর বাম্পার ফলনের আশা করছেন কর্মকর্তা ও বিশেষজ্ঞরা। সম্প্রতি বৃষ্টিপাত হওয়ার পর মজাদার এই ফল পরিপুষ্ট হচ্ছে। লিচু চাষিরা এখন তাদের বাগানে লিচুর পরিচর্যায় ব্যস্ত। আগামী মাস থেকেই রসালো এই ফল তোলা শুরু হবে। অপরদিকে লিচু ব্যবসায়ী অথবা তাদের প্রতিনিধিরা দেশে বিভিন্ন এলাকা থেকে এ অঞ্চলে ভিড় শুরু করেছে। তারা লিচু বাগান মালিকদের সঙ্গে প্রতি বছরের ন্যায় আগাম বাগান কেনার জন্য দর কষাকষি করছেন। বর্তমানে দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং উত্তরাঞ্চলীয় অন্যান্য জেলায় কয়েকজন লিচু বাগানে বাণিজ্যিক ভিত্তিতে লিচু চাষ হচ্ছে। কৃষি সম্প্রসারণ বিভাগ (ডিএই) জানায়, ডিএই’র হটিকালচার বিশেষজ্ঞ খন্দকার মো. মেজবাহুল ইসলাম আশা প্রকাশ করেন, চলতি মৌসুমে লিচুর বাম্পার ফলন হবে। তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বাণিজ্যিক ভিত্তিতে ফল চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। কৃষকরা চায়না-৩ ও বেদানার মতো উচ্চ ফলনশীল, বোম্বে, মোজাফফরপুরি ও মাদ্রাজীর মতো মৌসুমের বিলম্বে ফলনশীল জাতের লিচু চাষ করে কৃষকরা ভালো মূল্য পাচ্ছে।