8729

দৈনিকবার্তা-ঢাকা, ২৬ এপ্রিল: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহকর্মী, আওয়ামী লীগ নেতা, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্র মন্ত্রী, জাতীয় নেতা মরহুম আব্দুস সামাদ আজাদের ১০ম মৃত্যুবার্ষিকী সোমবার । এ উপলক্ষে সকাল সাড়ে ৮ টায় আওয়ামী লীগের পক্ষ থেকে বনানী কবরস্থানে মরহুম আব্দুস সামাদ আজাদের কবর জিয়ারত ও পুস্পস্তবক অর্পণ করা হবে।এছাড়াও পরিবারের পক্ষ থেকে সকাল ৭টায় ৮৩, লেকসার্কাস কলাবাগানস্থ মরহুমের বাসভবনে কোরানখানি ও লেকসার্কাস লেকভিউ জামে মসজিদে বাদ আছর দোয়া মাহফিল এবং মোনাজাত অনুষ্ঠিত হবে। উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণের জন্য মরহুমের পরিবারের পক্ষ থেকে মরহুম আব্দুস সামাদ আজাদের সহকর্মী, শুভানুধ্যায়ী সকলকে বিনীত অনুরোধ জানানো হয়েছে।আব্দুস সামাদ আজাদ ১৯২২ সালের ১৫ জানুয়ারি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ভুরাখালি গ্রামে জন্মগ্রহন করেন। ২০০৫ সালের ২৭ এপ্রিল তিনি মৃত্যুবরন করেন।