দৈনিকবার্তা-চট্টগ্রাম, ২৫ এপ্রিল: সমাজ সেবার নামে যারা অপকর্ম করে তাদের ব্যাপারে সতর্ক থাকার আহবান জানিয়ে ২০ দলীয় জোট সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের মেয়র প্রার্থী মোহাম্মদ মনজুর আলম বলেছেন, এসব লোক সমাজ সেবার নাম করে সমাজের সহজ সরল মানুষদের ধোকা দেয়। তবে জনগন এখন অনেক সচেতন। মিথ্যা, অপপ্রচার আর ধোকাবাজির মাধ্যমে জনগনকে বিভ্রান্ত করার দিন শেষ হয়ে গেছে।তিনি বলেন, আমরা নিরপেক্ষ নির্বাচন চাই আশাকরি নির্বাচন কমিশন একটি নিরপেক্ষ সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে দিবেন। ভোটাররা নিরাপদে ভোট দিতে পারলে কমলা লেবুর বিজয় কোন অপশক্তি ঠেকাতে পারবেনা।
শনিবার সকালে নগরীর ২০ দেওয়ান বাজার ও ৩২ নং আন্দরকিল্লাহ ওয়ার্ডে খলিফা পট্টি এলাকায় গনসংযোগকালে মনজুর আলম আরো বলেন, নগরবাসী তাদের প্রকৃত প্রতিনিধি-খাদেম নির্বাচিত করার জন্য গভীর আগ্রহে অপেক্ষা করছে। গত পাঁচ জানুয়ারীতে ভোট দিতে না পারার আক্ষেপ তারা এবার ঘুচাবে। সদ্য সাবেক সফল এ মেয়র বলেন, কমলালেবুর পক্ষে গনজোয়ার দেখে সরকারী দলের লোকজনের মাথা খারাপ হয়ে গেছে। তাই তারা কমলালেবু’র ব্যাপারে নানা ধরনের গুজব রটাচ্ছে। তিনি এসব অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ২৮ এপ্রিল ভোট কেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগের জন্য ভোটারদের প্রতি আহবান জানান।
মনজুর আলম শনিবার সকালে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে নগরীর দেওয়ান বাজার দিদার মার্কেটের সামনে থেকে নির্বাচনী গনসংযোগ শুরু করেন। এর পর ঘাটফরহাদবেগ, খলিফা পট্টি, কোরবানীগঞ্জ, লামার বাজার, বউ বাজার, টেরী বাজার, মাজার রোড, জেল রোড, পাথরঘাটা এলাকায় গনসংযোগ করেন এবং এলাকবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় চট্টগ্রাম মহানগর বিএনপি’র সহ-সভাপতি সামশুল আলম, মো. হারুন জামান, স্বপন, আলাউদ্দিন, মিলন, আবুল বশর, মদিনা বিএনপির সেক্রেটারী আলতাফ হোসেন, আলাউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।