দৈনিকবার্তা-ঢাকা, ২৫ এপ্রিল: প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, সরকার প্রশিক্ষিত ও ভাষাজ্ঞান সম্পন্ন দক্ষ শ্রমিক বিদেশে পাঠাবে। এজন্য দেশের বিভিন্ন অঞ্চলে প্রশিক্ষণ ইন্সটিটিউট গড়ে তোলা হচ্ছে।শনিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বেসরকারী সংগঠন সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশীজ (এনআরবি)-এর ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।‘বিনিয়োগ, রেমিটেন্স ও বাংলাদেশের অর্থনৈতিক ব্রান্ডিং এই শ্লোগানকে সামনে রেখে সংগঠনটি এ বছর ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশীদের নিয়ে সম্মেলন করবে।
অনুষ্ঠানে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী অতিথির বক্তব্য রাখেন।সেন্টার ফর এনআরবির চেয়ারম্যান এম এস সেকিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার, আমেরিকান দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর ডেনিয়েল কিন, সেন্টার ফর পলিসি রিসার্চ ইন্সটিটিউটের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. মুস্তাফিজুর রহমান, ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক আহমদ চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।এইচ টি ইমাম বলেন, প্রশিক্ষিত জনশক্তি রফতানি করতে পারলে রেমিটেন্স প্রবাহ আরো বাড়বে। বিদেশে দক্ষ শ্রমিকের চাহিদা বেশি। তিনি বলেন, প্রশিক্ষিত নার্সের অনেক বেশি বেতন হওয়ায় এখন দেশ থেকে উচ্চ ডিগ্রী নিয়ে নার্সরা বিদেশে পাড়ি জমাচ্ছেন।তিনি দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের ভূমিকার প্রশংসা করেন।
অনুষ্ঠানে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড.গওহর রিজভী বলেন, দেশে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে সরকার প্রবাসীদের কল্যাণে কাজ করছে। তাদের জন্য পৃথক ব্যাংক ও মন্ত্রণালয় করা হয়েছে।বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে দ্রুত উন্নতি করছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের এই উন্নয়নের গল্প সারাবিশ্বে আলোচিত হচ্ছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী থেকে শুরু করে অনেক বিশ্ব নেতারা বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করছে। প্রবাসী বাংলাদেশী উদ্যোক্তাদের স্বীকৃতি দিচেছন।তিনি চলমান উন্নয়ন যাত্রাকে আরো বেগবান করতে প্রবাসীদের দেশে বিনিয়োগ করার আহবান জানান।