দৈনিকবার্তা-ঢাকা, ২৫ এপ্রিল: সরকার শিক্ষা প্রতিষ্ঠানের বিদ্যমান পুরানো এবং ম্যানুয়াল পরিদর্শন ও নিরীক্ষণ ব্যবস্থা অপসারণ করে ডিজিটাল পদ্ধতি আধুনিক পরিদর্শন ব্যবস্থা চালু করার পরিকল্পনা গ্রহণ করেছে।শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন ও নিরীক্ষণ ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং শিক্ষার মানউন্নত করার জন্য এ উদ্যোগ নিয়েছে বলে সরকারি সূত্র জানায়।শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম খান (এনআইখান) জানান, বিদ্যমান ম্যানুয়াল ব্যব¯স্থয় এক বছরের মধ্যে যেখানে ১৭০০-২০০০ শিক্ষা প্রতিষ্ঠানের নিরীক্ষা ও পরিদর্শন করা যায় সেখানে একই সময়ে প্রস্তাবিত উচ্চমানের পরিদর্শন ব্যবস্থায় ৩০,০০০ শিক্ষা প্রতিষ্ঠানের নিরীক্ষা নিশ্চিত করবে।
তিনি বলেন, ম্যানুয়াল পদ্ধতিতে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের ৩০,০০০ স্কুল, মাদ্রাসা ও কলেজের পরিদর্শন ও নিরীক্ষায় দশ বছর সময় লাগতো।এন আই খান বলেন, প্রস্তাবিত উচ্চমানের পরিদর্শন ব্যবস্থায় অন্তত নয় বছর সময় বাঁচবে,এতে অধিদপ্তরের কার্যক্রমে গতিশীলতা,স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতে সাহায্য করবে।প্রস্তাবিত উচ্চমানের পরিদর্শন ব্যবস্থা অনুযায়ী, উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানেও উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) এবং শিক্ষা কর্মকর্তারা অনুরূপ স্কুল/কলেজ/মাদ্রাসা পরিদর্শনে সহযোগিতা করবেন।
এছাড়াও পরিদর্শন ও নিরীক্ষণ অধিদপ্তরের সময় ও অর্থ বাঁচাতে এবং কাজের গতিশীলতা আনতে শিক্ষা মন্ত্রণালয় কিছু কার্যক্রমে ডিজিটাল ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে।১৯৮০ সালে পরিদর্শন ও নিরীক্ষণ কার্যক্রম যখন শুরু হয় তখন ৭ হাজার ৫শ’টি স্কুল, মাদ্রাসা এবং কলেজ পরিদর্শন ও নিরীক্ষার জন্য সরকারের বার্ষিক বাজেট বরাদ্দ ছিল ২৫০ কোটি টাকা। অধিদপ্তরের উপ-পরিচালক বিপুল সরকার বলেন, বর্তমানে ৩০ হাজার স্কুল, মাদ্রাসা এবং কলেজ, পরিদর্শন ও নিরীক্ষার জন্য সরকারের বার্ষিক বাজেট বরাদ্দ হচ্ছে ৭ হাজার ৫শ’ কোটি টাকা।পরিদর্শন ও নিরীক্ষণ অধিদপ্তরের অনলাইনে পরিদর্শন ও নিরীক্ষণ জন্য একটি ডায়নামিক ওয়েবসাইট এবং ফর্ম, নোটিশ এবং নির্দেশাবলী থাকবে।এই সাইটে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ পরিদর্শন প্রতিবেদন দাখিলের জন্য সুযোগ পাবেন।