DoinikBarta_দৈনিকবার্তা 2001

দৈনিকবার্তা-লালমনিরহাট, ২৫ এপ্রিল: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভুটান থেকে ভারত হয়ে কাটা পাথর আমদানি শুরু করেছে বাংলাদেশ সরকার। ইতোমধ্যে শুল্কমুক্ত সুবিধায় ১১ লাখ মেট্রিকটন ভুটানি কাটা পাথর আমদানির কার্যক্রম শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।গত শনিবার থেকে বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানির প্রথম চালানের ২০ হাজার মেট্রিক টন কাটাপাথর প্রবেশ করেছে বাংলাদেশে। গত ১ সপ্তাহে এতে ব্যাপক সাড়া জেগেছে বলে স্থল বন্দর ব্যবসায়ীরা জানান। সিএন্ডএফ এজেন্ট আবু সাঈদ বলেন, সিএন্ডএফ এজেন্ট সার্ভিজ চার্জ শূন্য দশমিক ১৫ শতাংশ, এআইটি ৫ শতাংশ ও এটিভি ৪ শতাংশ ছাড়া বাকি সব ধরনের শুল্ক জাতীয় রাজস্ব বোর্ড থেকে উঠিয়ে দেওয়া হয়েছে। এসব সুবিধায় ১১ লাখ মেট্রিক টন কাটা পাথর বুড়িমারী স্থলবন্দর দিয়ে আনা হবে।

ইতিমধ্যে ২০ হাজার মেট্রিক টন পাথর আমদানি করা শুরু হয়েছে। এ পাথর বিশ্বমানের হওয়ার দেশের বিভিন্ন বড় উন্নয়ন প্রকল্প ছাড়াও পদ্মা সেতু নির্মাণ কাজেও সরবরাহ করা হবে। যার কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সুত্র মতে, ১০ থেকে ২০ সেন্টিমিটার আকারের কাটা পাথর প্রতি মেট্রিক টন ১৮ দশমিক ৩০ ইউএস ডলার এবং ২০ থেকে ৩০ সেন্টিমিটার আকারের কাটাপাথর প্রতি মেট্রিকিটন ১৮ দশমিক ২০ ইউএস ডলারে রপ্তানি করছে রাষ্ট্রীয় মালিকানাধীন ‘স্টেট ট্রেড করপোরেশন অব ভুটান লিমিটেড’।আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স লুম্বিনি ইন্টান্যাশনালের সত্ত্বাধিকারী জাহাঙ্গীর আলম বলেন, দেশের বিভিন্ন জেলায় ব্যাপক উন্নয়ন কার্যক্রম হাতে নিয়েছে সরকার। এতে প্রচুর পাথরের প্রয়োজন হচ্ছে। তাই ভুটান থেকে পাথর আমদানির চুক্তি হয়েছে। সে মোতাবেক প্রথম ধাপে বুড়িমারী স্থলবন্দর দিয়ে ১১ লাখ মেট্রিকটন কাটা পাথর আমদানির কার্যক্রম শুরু হয়েছে। এ চাহিদা আরও বাড়বে বলে তিনি জানান।