DoinikBarta_দৈনিকবার্তা 395079

দৈনিকবার্তা-ফেনী, ২৫ এপ্রিল: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগ পুরোনো অভ্যাস। এর আগেও নয়টি সিটি নির্বাচনে সাতটি নির্বাচনে বিএনপি জয় পেয়েছে। নির্বাচনে ভোট গণনার আগ পর্যন্ত বিএনপির অভিযোগের শেষ ছিল না। পরে দেখা গেল বিএনপির অভিযোগ অসার। জয় পেলে সুষ্ঠু হয়েছে আর হারলে কারচুপির অভিযোগ তুলে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার বিষয় ও সেনাবাহিনী মোতায়েনের বিষয়টি নির্বাচন কমিশন খতিয়ে দেখবে, এটি সরকারের দেখার বিষয় নয়।শনিবার সকাল ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার কালিদাস পাহালিয়া নদীর ওপর ‘লেমুয়া সেত’ু উদ্বোধনকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।এ সময় ফোর লেন প্রকল্পের প্রকল্প পরিচালক ইবনে হাসান আলম, অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবদুস সবুর, অরুন আলো চাকমা, অতিরিক্ত প্রধান প্রকৌশলী জুনায়েদ আহসান শিবিব, ফেনী অংশের প্রকল্প ব্যবস্থাপক সন্তোষ কুমার রায়, নোয়াখালীর তত্বাবধায়ক প্রকৌশলী মো. শাহ নেওয়াজ, ফেনীর নির্বাহী প্রকেীশলী মো. এনামুল হক, ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল হক উপস্থিত ছিলেন ।সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আরো বলেন, ইতোমধ্যে ফোর লেন প্রকল্পের ২৩টি ব্রীজের মধ্যে ২০টি, ১৪টি বাইপাসের মধ্যে ৯টি, মোট ১৯৩ কিলোমিটার সড়কের মধ্যে ১২৮ কিলোমিটারের কাজ সম্পন্ন হয়েছে। আগামী রমজানের ঈদে সাধারণ মানুষের যাতায়াতে ভোগান্তি পোহাতে হবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।