দৈনিকবার্তা-কুষ্টিয়া, ২৫ এপ্রিল: খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনাকে বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা বলে উল্লেখ করেছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি।তিনি আরো বলেন, খালেদা জিয়া যতই ভুল পাল্টাক, যতই আলমের পচা সাবান দিয়ে গা ধৌত করুক তাতে কিন্তু পচা সাবানের গন্ধ যাবে না। জনগণ আগুন সন্ত্রাসীদের রেহাই দিবে না।শনিবার সকাল সাড়ে দশটায় শহরের আমলাপাড়ায় একটি বহুতল ভবন নির্মাণ অনুষ্ঠান শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।এ সময় পুলিশ সুপার প্রলয় চিসিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু হেনা মোস্তফা কামাল, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।
ইনু বলেন, নির্বাচনে কোনো বাধা বিঘœ ঘটেনি। প্রার্থীরাও তেমন কোন লিখিত বা মৌখিক অভিযোগ করেনি। সাম্প্রতিক কালে খালেদা জিয়া অংশগ্রহণ করার পর থেকে কিছুটা উত্তেজনা তৈরি হয়েছে এবং তাকে কেন্দ্র করে কয়েকটা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটেছে।তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, বেগম খালেদা জিয়া যত ভোল পাল্টাক সাবান দিয়ে ধুলেও তার গা থেকে পোড়া মানুষের গন্ধ যাবে না।মন্ত্রী আরো বলেন, সিটি নির্বাচনের প্রার্থীরা এখন পর্যন্ত বেশ স্বাচ্ছন্দে-নিরাপদে নির্বাচনী প্রচারভিযান চালাচ্ছেন। সমস্যা হচ্ছে বেগম খালেদা জিয়াকে নিয়ে যিনি প্রার্থী নন। তিনি আগুণ যুদ্ধ থেকে দম ফেলার জন্য নির্বাচনী প্রচারণায় নেমেছেন এবং উত্তেজনা তৈরি করছেন।
এরপর মন্ত্রী কুষ্টিয়া পৌরসভার কুঠিপাড়ায় সকাল ১০টায় একটি বহুতল ভবনের ফলক উন্মোচন করে নির্মাণ কাজ উদ্বোধন করেন। পরে তিনি ভেড়ামারা উপজেলায় সাতবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে পুরস্কার বিতরণ ও মিরপুর উপজেলার খাদিমপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রতিবন্ধীদের মাঝে ছাগল বিতরণ ও সূধী সমাবেশে যোগ দেন।মন্ত্রী সেনাবাহিনী নির্বাচনী মাঠে থাকবে কিনা এ প্রসঙ্গে বলেন, বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন ভাববে।পহেলা বৈশাখে শ্লীলতাহানির দায়ে দোষীদের গ্রেফতার করার বিষয়েএক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের ছাড় দেয়া হচ্ছে না। ঠিক তেমনিভাবে নারী নির্যাতনকারী জানোয়ারদেরও ছাড় দেয়া হবে না।