দৈনিকবার্তা-ঢাকা, ২৫ এপ্রিল, ২০১৫: সহস্র নাগরিক কমিটি আজ এক সমাবেশে নাশকতা ও সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদমুক্ত আধুনিক ঢাকা গড়তে মেয়র পদে আনিসুল হক ও সাঈদ খোকনকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছে। কমিটির আহবায়ক সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত ‘সন্ত্রাস-নৈরাজ্য রুখে দিয়ে নাগরিক নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠার অঙ্গীকার’ শীর্ষক সমাজের বিশিষ্ট নাগরিকদের এক সমাবেশে এ আহবান জানান।
সৈয়দ শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে শিক্ষক, সাংবাদিক, ডাক্তার, এডভোকেট, লেখক, বুদ্ধিজীবী, রাজনৈতিক ব্যক্তিত্ব, কবি, শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতি কর্মী, মুক্তিযোদ্ধাসহ সমাজের সর্বস্তরের নাগরিকরা যোগ দেন। তারা দুই মেয়র প্রার্থীর পক্ষে ১০০টি বেলুন উড়িয়ে ঘোষণা করেন এই ঢাকা শান্তির শহর। এ সময় সর্বস্তরের নাগরিকরা সন্ত্রাস, জঙ্গিবাদ, ধর্মন্ধতা, নৈরাজ্য নাশকতার বিরুদ্ধে শান্তি-প্রগতি-আধুনিক ঢাকা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
কমিটির সদস্য সচিব গোলাম কুদ্দুস, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, মেজর জেনারেল (অব.) কেএম শফিউল্লাহ বীর উত্তম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, সাঈদ খোকনের প্রধান নির্বাচনী সমন্বয়ক ড. আব্দুর রাজ্জাক এমপি, বীর মুক্তিযোদ্ধা ইসমত কাদির গামা, কবি কাজী রোজী এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয় নীল দলের আহবায়ক অধ্যাপক ড. নাজমা শাহীন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, আতাউর রহমান, মনোরঞ্জন ঘোষাল, আফরোজা বানু, ফকির আলমগীর, ক্রীড়া ব্যক্তিত্ব কায়সার হামিদ, অধ্যাপিকা পান্না কায়সার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, অধ্যাপক আসাদুল হক, শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী, এডভোকেট তারানা হালিম এমপি, অধ্যাপক মোহাম্মদ আলী চৌধুরী, কবি রাসেল আশেকী, ফিরোজ হোসাইন ও ইঞ্জিনিয়ার মঞ্জু এ সময় উপস্থিত ছিলেন।
সৈয়দ শামসুল হক বলেন, গত তিন মাস ধরে বিএনপি-জামায়াত জঙ্গি গোষ্ঠী যেভাবে পেট্রোল বোমা মেরে মানুষকে পুড়িয়ে হত্যাসহ জনমনে আতঙ্ক সৃষ্টি ও অর্থনৈতিক কর্মকান্ড স্থবির করার চেষ্টা করেছে, ঢাকার কোন সচেতন-বিবেক সম্পন্ন নাগরিক তাদের ভোট দিতে পারে না। তিনি বলেন, এই ঢাকা শহর আপনার-আমার শহর, মুক্তিযুদ্ধের চেতনায় শহরবাসী যাতে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারেন, সেজন্যই সহস্র নাগরিক কমিটি আনিসুল হক ও সাঈদ খোকনের মতো সৎ, সুযোগ্য, কর্মপ্রাণ, নীতিবান ও শহরপ্রেমী প্রার্থীকে সমর্থন দিয়েছে এবং তাদের পক্ষে আপনাদের ভোট প্রার্থনা করছে।’ তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় এ ঢাকা নগরীকে গড়ে তুলতে পারলে এর আলোয় সারা দেশ আলোকিত হবে। রাজধানী ঢাকা মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত হলে সারাদেশে জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূল করা সম্ভব হবে।
ভাষা আন্দোলনের অমর স্মৃতি বিজড়িত স্থান কেন্দ্রীয় শহীদ মিনারে দাঁড়িয়ে সেই চেতনার আবহ ছড়িয়ে দিতে গণসংগীত সমন্বয় পরিষদের ৫২ জন শিল্পী প্রথমে জাতীয় সঙ্গীত এবং পরে ‘বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলিম, আমরা সবাই বাঙালি’ গানটি পরিবেশন করেন। অনুষ্ঠানের শুরুতে কবি সৈয়দ শামসু