\দৈনিকবার্তা-ঢাকা, ২৫ এপ্রিল: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেননি বলে দাবি দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন।শনিবার নয়াপল্টনে দলেন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।তিনি বলেন, নির্বাচন কমিশন সরকারের আঙ্গাবহ হয়ে কাজ করছে।এর আগে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের নোটিশ পাঠায় নির্বাচন কমিশন (ইসি)।এতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গাড়িবহর নিয়ে সিটি নির্বাচনের প্রচারণায় অংশ নিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় সতর্ক করে ইসি।এছাড়াও ভবিষ্যতে আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা না চালানোর জন্য অনুরোধ করা হয় নোটিশে।এর আগে শুক্রবার রাতে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাগড়ের খালেদার বিরুদ্ধে ব্যাবস্থা নেয়ার জন্য নির্দেশ দেয় কমিশন।এদিকে, খালেদা জিয়া যেন গাড়িবহর নিয়ে আর নির্বাচনী প্রচারণায় না যেতে পারেন এ জন্য ডিএমপি কমিশনারকেও একটি নির্দেশনা দিবে নির্বাচন কমিশন বলেও জানা গেছে।
আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নির্বাচন কমিশনের (ইসি) অভিযোগকে কল্পনাপ্রসূত বলেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ড.আসাদুজ্জামান রিপন।এ সম্পর্কিত কোনো চিঠিও এখনো পাননি বলে জানিয়েছেন তিনি।সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে বলেন, এ বিষয়ে গণমাধ্যমের খবর আমাদের আকৃষ্ট করেছে। কমিশনের অভিযোগ কল্পনাপ্রসূত।রিপন বলেন, নির্বাচন কমিশন আচরণবিধি ভঙ্গের যে অভিযোগ করছে তা ঠিক নয়। খালেদা জিয়া ৩ বারের প্রধানমন্ত্রী, ২ বারের বিরোধী দলীয় নেতা। তার পুলিশী নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে।পাল্টা কমিশনের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন,‘নির্বাচন কমিশনের অন্য দল নিয়ে পর্যবেক্ষন নেই। তাদের কার্যক্রমে সরকারের প্রতিফলন ঘটছে।অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য কমিশন চেষ্টা করার কথা প্রধান নির্বাচন কমিশনারের উদ্দেশ্যে রিপন বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান না করতে পারলে চাকরি ছেড়ে দেন। জীবনে তো অনেক সরকারি চাকরি করেছেন।
নির্বাচনের সুষ্ঠু পরিবেশের তাগিদ দিয়ে রিপন বলেন, সরকার সমর্থিত প্রাথীরা মসজিদে গিয়ে ভোট চাইছে। আর বিরোধী দল সমর্থিত প্রার্থীরা মসজিদে নামাজ পড়তেও যেতে পারে না। এক্ষেত্রে নির্বাচন কমিশনের কোনো পর্যবেক্ষন নেই। নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েও কোনো সুরাহা হচ্ছে না।নির্বাচনের পরিবেশ সষ্টির জন্য নির্বাচন কমিশন ও সরকারের প্রতি আহবান জানান তিনি।এদিকে বেগম খালেদা জিয়াকে তার দল সমর্থিত প্রার্থীদের পক্ষে প্রচারণামূলক কার্যকলাপ থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির রিটার্নিং কর্মকর্তা। শনিবার সকাল সোয়া ১১টায় দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ সাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয কার্যালয়ে পাঠানো হয়েছে।উল্লেখ,শুক্রবার জরুরী ভিত্তিতে বেগম খালেদা জিয়ার বিধি ভঙ্গের বিষয়টি নজরে এনে রিটার্নিং কর্মকর্তা, নির্বাহী ম্যাজিট্রেট ও পুলিশকে নির্দেশনা দিয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সেই সঙ্গে তাকে (খালেদা) সতর্ক করতে বলেছে ইসি। ব্যবস্থা গ্রহণের পর তা নির্বাচন কমিশনকে জানাতেও বলা হয়েছে। এরই প্রেক্ষিতে ঢাকা দক্ষিণ সিটির রিটার্নিং কর্মকর্তা জরুরী ভিত্তিতে বেগম জিয়াকে এ চিঠি দেন।