DoinikBarta_দৈনিকবার্তা 107381_0

দৈনিকবার্তা-খাগড়াছড়ি, ২৫ এপ্রিল: খাগড়াছড়ি দীঘিনালা জোনের সেনা অভিযানে ২৪শে এপ্রিল ভোর সাড়ে ৫টায় দীঘিনালা জোনের অধিনস্থ বাঘাইছড়ি(মারিশ্যা) উগালছড়ি এলাকার গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে ।উক্ত অভিযানে নেতৃত্ব দেন ২৮ বীর’র বিএ-৭৯৩০ ক্যাপ্টেন আবদুল্লাহ আল আজীম । দীঘিনালা জোন এর নেতৃত্বে বি টাইপ টহলের মাধ্যমে উগালছড়ি,বাঘাইছড়ি,মারিশ্যা (বর্গ-২৭৬৩ ম্যাপসীট নং ৮৩ এ/৪) নামক এলাকার আস্তানা চারদিকে ঘিরে ফেলে তল্লাশী চালিয়ে অস্ত্র,গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে । গোলাবারুদের মধ্যে রয়েছে ১.৯ মি.মি. এসএমসি,এলজি, ৬৯.৯মি.মি. এ্যামোসেশন, ৮ এলজি কার্টিজ, ১এসএমজি ম্যাগাজিন, হ্যাভারসেক, ১এ্যামোনেশন পোচ, সেট নেভী ব্লু ইউনিফরম, ১ ্্ইউনিফরম ট্রাউজার (ওলিভ গ্রীন) রয়েছে । তবে কাউকে আটক করা সম্ভব করা হয়নি সেনাবাহিনীর উপস্থিত টের পেয়ে পালিয়ে যায় ।