DoinikBarta_দৈনিকবার্তা  DCC 453686377

দৈনিকবার্তা-ঢাকা, ২৪ এপ্রিল: ঢাকা উত্তরের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গাড়ির বহরে হামলাকারীদের শাস্তি দাবি করেছেন।শুক্রবার বেলা ১১টায় রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজে বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রসঙ্গে এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, তিনি মনে করেন এ ঘটনা তার ভোট পাওয়ার ক্ষেত্রে কোনও প্রভাব ফেলবে না।তিনি বলেন, কারা এ হামলা করেছে জানি না। তবে অবিলম্বে হামলাকারীদের শাস্তি দাবি করছি।

দীর্ঘ কর্মময় জীবনে কখনোই আপোষ করিনি, ভবিষ্যতেও করবো না, বলেন একজন প্রত্যয়ী আনিসুল হক।সরকার সমর্থিত মেয়রের পক্ষে বেশি কাজ করা সম্ভব হয় উল্লেখ করে তিনি বলেন, আমার পক্ষে সরকারের সমর্থন রয়েছে। আমি ভাল কাজ করতে পারবো।ভোটের সময় সেনা মোতায়েনের প্রসঙ্গে এই মেয়র প্রার্থী বলেন, মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি। সেনা মোতায়েনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।এ আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ও আওয়ামী লীগ নেতা কর্মীরা। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আনিসুল হককে ভালো মানুষ উল্লেখ করে তার জন্য ভোট চাইলেন কন্ঠশিল্পী মমতাজ।

বিকেলে মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে ‘সমাধান যাত্রার গান’ নামে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ ভোট চান। এ সময় মমতাজ ছাড়াও আরও কয়েকজন কণ্ঠশিল্পী আনিসুল হকের জন্য ভোট চান।অনুষ্ঠানে শিল্পীরা বলেন, ঢাকাকে পরিচ্ছন্ন, সবুজ ও বসবাসের উপযোগী করে গড়ে তোলার জন্য আনিসুল হক’ই যোগ্য প্রার্থী।তারা বলেন, ঢাকার সমস্যা চিহ্নিত, এখন প্রয়োজন এসব সমস্যার সমাধান। আর সমাধানের জন্য আসিনুল হকের মত যোগ্য প্রার্থী প্রয়োজন। সোয়া ৪টার দিকে সপরিবারে আনিসুল হক অসেন ওই অনুষ্ঠানে।এ সময় তিনি বলেন, মেয়র হয়ে আমি আপনাদের সমস্যা সমাধান করব। যাতে আপনাদের পাশে থাকতে পারি সেজন্য ঘড়ি প্রতীকে ভোট দেন।আব্দুন-নুর তুষারের সঞ্চালনায় অনুষ্ঠানে ছিলেন নিশীতা, কিশোর, জয়, পারভেজসহ আরও অনেক শিল্পী। এছাড়া সরকার সমর্থিত কাউন্সিলর প্রার্থী আসলাম ও খালেদা নাহার বিউটির পক্ষেও প্রচারণা চালানো হয় অনুষ্ঠানে।