দৈনিকবার্তা-চট্টগ্রাম, ২৪ এপ্রিল: বর্তমান নির্বাচন কমিশন সরকারের ক্রীড়ানক হয়ে কাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও ২০ দলীয় জোট সমর্থিত মেয়র প্রার্থী মনজুর আলমের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আবদুল্লাহ আল নোমান।তিনি বলেন, সরকার রিমোট কন্ট্রোলের মাধ্যমে নির্বাচন কমিশনকে পরিচালিত করছে। সেনা মোতায়েনের ঘোষণা দিয়ে সরকারের পরোক্ষ হস্তক্ষেপে তা থেকে পিছু হটে নির্বাচন কমিশন নির্বাচনের আগেই তাদের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করেছে।সুষ্ঠু নির্বাচন করতে ব্যর্থ হলে নির্বাচন কমিশনকে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন তিনি।
শুক্রবার সকালে নগরীর বাকলিয়া এলাকার কালামিয়া বাজার, চেয়ারম্যান ঘাটা, বলির হাট, রাহাত্তারপুল, চকবাজার, কাপাসগোলা ও কাতালগঞ্জ এলাকায় মনজুর আলমের পক্ষে গণসংযোগকালে এলাকাবাসীর উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।নোমান বলেন, জনগণ বিএনপি’র সাথে আছে। সরকার মামলা দিয়ে গ্রেফতার করে নির্বাচনকে প্রভাবিত করার যতই ষড়যন্ত্র করুক না কেন তাতে কোন লাভ হবে না।
নির্বাচনকে বিএনপি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভোট যুদ্ধে আমরা জিতব আর সরকার ও সন্ত্রাসীরা পরাজিত হবে।এসময় অন্যান্যের মধ্যে মহানগর বিএপির সহ সভাপতি শামসুল আলম, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, কাজী আকবর, কাজী বেলাল, বাকলিয় থানা বিএনপি নেতা নুরুল আলম রাজু, হাশেম সওদাগর, মোহাম্মদ তৈয়ব প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে, হামলা চালিয়ে ও পুলিশী হয়রানি করে গণ রায় ঠেকানো যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার বিকেলে নগরীর ইপিজেড থানা বে-শপিং সেন্টারের সামনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মনজুর আলমের পক্ষে গনসংযোগকালে তিনি এ মন্তব্য করেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, চট্টগ্রামে মনজুর আলমের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ বুঝে গেছে জনগণ তাদের সাথে নেই। তাই তারা বিভিন্ন স্থানে মনজুর আলমের সমর্থকদের উপর হামলা করছে, গাড়ী ভাংচুর করছে। বিভিন্ন এলাকায় সক্রিয় নেতাকর্মীদের বাসায় বাসায় পুলিশ হানা দিচ্ছে। কিন্তু হামলা চালিয়ে ও পুলিশি হয়রানি করে ২৮ এপ্রিল মনজুর আলমের পক্ষে গণ রায় ঠেকানো যাবে না।তিনি আরো বলেন, ২৮শে এপ্রিল ভোট কেন্দ্র থাকবে চট্টগ্রামের জনগণের দখলে। জনগণ সকল হুমকি ধমকি উপেক্ষা করে ঐ দিন গনতন্ত্রের পক্ষে রায় দিবে। কোন সন্ত্রাস, মাস্তান জনগণের সামনে ঠিকতে পারবে না।’
প্রশাসনের উদ্দেশ্য আমীর খসরু বলেন, ‘নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হয় এমন কোন কাজ করবেন না, তাহলে জনগণের কাছে আপনাদেরকে জবাবদিহি করতে হবে।নগরীর ইপিজেড এলাকার ফকির মোহাম্মদ সড়ক, বহরম মাঝি রোড, ব্যারিস্টার কলেজ সংলগ্ন এলাকা, সীম্যান হোস্টেল, এমপিবি গেইট সংলগ্ন এলাকায় গনসংযোগ করেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।এসময় উপস্থিত ছিলেন- ইপিজেড থানা বিএনপির আহবায়ক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল, কাউন্সিলর প্রার্থী রাশেদা আলম, বিএনপি নেতা মাহবুব আলম, সরোওয়ার খসরু, রোকন উদ্দীন, মোজাদ বারেক, ইমরান, আশরাফ, জাবেদ আনসারী, শাহজাহান, মুজিবুর রহমানসহ প্রমুখ।