DoinikBarta_দৈনিকবার্তা  33

দৈনিকবার্তা-ঢাকা, ২৪ এপ্রিল:  গত ২৩/০৪/২০১৫ খ্রি. বৃহস্পতিবার দিবাগত রাতে আশুলিয়া ব্যাংক ডাকাতির ঘটনায় আরো ২ ডাকাতকে গ্রেফতার করেছে ঢাকা জেলা পুলিশ। গ্রেফতারকৃদের নাম ১। বাবুল সর্দার (৩২) ও ২। মিন্টু প্রধান (২৮)। তাদের হেফাজত হতে ডাকাতির কাজে ব্যবহৃত গ্রেনেড তৈরীর সরঞ্জাম, বোমা তৈরীর কাজে ব্যবহৃত ১টি মেশিন, বোমা তৈরীর তার ও সরঞ্জামাদি, গান পাউডার, ১টি ওমেগা ওয়েট মেশিন (যার দ্বারা বোমা তৈরীর সরঞ্জামাদি মাপা হয়), বোমা তৈরীর স্প্রিন্টার, ৪টি চাপাতি, ৮টি ড্যাগার, পিস্তলের ম্যাগজিন ১টি, ২টি মোটর সাইকেল, জিহাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়।

উল্লেখ্য যে, ইতোপূর্বে এ ঘটনায় ২ ডাকাতকে গ্রেফতার হয়েছে। ব্যাংক থেকে লুণ্ঠিত হওয়া ৬৮৭১৯৩/-(ছয় লক্ষ সাতাশি হাজার একশত তিরানব্বই) টাকার মধ্যে ৬৭২৫৫(ছয় লক্ষ সাত হাজার দুইশত পঞ্চান্ন) টাকা উদ্ধার করা হয়।ঢাকা জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান বিপিএম(বার),পিপিএম এর নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।