DSC_0225

দৈনিকবার্তা-ঢাকা, ২৪ এপ্রিল: ২৯ এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস। বিগত ২৫ বছর ধরে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা এ দিবসটি পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় আন্তর্জাতিক নৃত্যদিবস ২০১৫ উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমী এবং বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল ২০১৫ যৌথভাবে সপ্তাহব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে।

অনুষ্ঠানমালায় থাকছে উদ্বোধনী অনুষ্ঠান, মেলা, সেমিনার, কর্মশালা, আনন্দ শোভাযাত্রা, আলোচনা, গুণীশিল্পী সম্মাননা প্রদান ও নৃত্যানুষ্ঠান।২৩ এপ্রিল বিকেল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর প্রাঙ্গণে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিল্পী মুস্তাফা মনোয়ার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সচিব ও ভারপ্রাপ্ত মহাপরিচালক জনাব জাহাঙ্গীর হোসেন চৌধুরী, নৃত্যশিল্পী রাহিজা খানম ঝুনু, আমানুল হক, গোলাম মোস্তফা খান, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মীনু হক, সাধারণ সম্পাদক মাহ্ফুজুর রহমান এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সঙ্গীত নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক জনাব সোহরাব উদ্দীন।

DSC_0219আজ অনুষ্ঠানের ২য় দিনে যথারীতি বিকেল ৩টা থেকে একাডেমীর জাতীয় চিত্রশালা প্লাজায় শুরু হয় মেলা এবং সন্ধ্যা ৬.৩০টায় শুরু হয় ঢাকা এবং ঢাকার বাইরের নৃত্যশিল্পীদের অংশগ্রহণে প্রথমে শিশুদের ও পরে বড়দের নৃত্যানুষ্ঠান। আজকের আয়োজনে শুরুতেই নূরে আলম চন্দন এর পরিচালনায় বাংলাদেশ একাডেমী অব ফাইন আর্টস শিশুশিল্পীদের পরিবেশনা, সেলিনা হকের নৃত্য পরিচালনায় ঘাস ফুল নদী, মাহফুজুর ইসলামের পরিচালনায় গাজীপুর নৃত্যকলা একাডেমী, ডলি দাসের পরিচালনায় হৃদয় ললিতকলা একাডেমী, ফারহানা চৌধুরী বেবীর পরিচালনায় বাংলাদেশ একাডেমি শিশুশিল্পীদের পরিবেশনা, সাজু আহমেদের পরিচালনায় কত্থক সম্প্রদায়, মোঃ জসিম উদ্দীনের পরিচালনায় বাংলাদেশ একাডেমী অব ফাইন আর্টস, নূরে আলম চন্দন এর পরিচালনায় বকুল নৃত্যালয়, বেনেজির সালামের পরিচালনায় নৃত্য ছন্দ, সেলিনা হকের পরিচালনায় ঘাস ফুল নদী, রোহন খান (টাঙ্গাইল) এর পরিচালনায় রোহন অঙ্গ শৈলিক এবং তাবাসসু,ম আহমেদের পরিচালনায় আঙ্গিকাম দলীয় নৃত্য পরিবেশন করে। আজকের অনুষ্ঠানের ছবি সংযুক্ত।

DSC_0226অনুষ্ঠান-সূচি বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা প্লাজায় ২৩ থেকে ২৮ এপ্রিল ২০১৫ প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা ও নৃত্যনুষ্ঠান। ২৬ থেকে ৩০ এপ্রিল ২০১৫ প্রতিদিন বিকেল ৩.৩০টা থেকে রাত ৮টা বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্রের মহড়াকক্ষে “নবচেতনা সাংস্কৃতিক কেন্দ্রের” সহযোগিতায় ড. অর্কদেব ভট্টাচার্যের পরিচালনায় ভরত নাট্যম নৃত্যের কর্মশালা। ২৮ এপ্রিল বিকেল ৩টায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে “সন্ত্রাস প্রতিরোধে নৃত্যকলার অবস্থান” শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন জনাব মিনা মোঃ নজরুল ইসলাম। ২৯ এপ্রিল বিকেল ৩ টায় আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে “আনন্দ শোভাযাত্রা” যা বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় সঙ্গীত, নৃত্যকলা ও আবৃত্তি ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাব হয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমী সংগীত, নৃত্যকলা ও আবৃতি ভবনের প্রাঙ্গনে এসে শেষ হবে এবং সন্ধ্যা ৬.৩০টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে আন্তর্জাতিক নৃত্য দিবস সম্পর্কিত আলোচনা, গুণী নৃত্যশিল্পী সম্মাননা প্রদান ও নৃত্যানুষ্ঠানের আয়োজন থাকছে। এ বছরের গুণীশিল্পী নারায়ন দেব।

২৯ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ৬.৩০টায় এাকডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে আলোচনা ও গুণী নৃত্যশিল্পী সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংস্কৃতি মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর এমপিএবং বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী এর সভাপতিত্বে উপস্থিত থাকবেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মীনু হক, সাধারণ সম্পাদক মাহ্ফুজুর রহমান এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সঙ্গীত নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক জনাব সোহরাব উদ্দীন ।