b201bab8c491d692afa1fa325dea69d8-Chittagong_election_meeting_23_04_15--5-

দৈনিকবার্তা-চট্টগ্রাম, ২৩ এপ্রিল: সন্ত্রাসমুক্ত আর উন্নত চট্টগ্রাম গড়ার অঙ্গীকার নিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছেন বিএনপিসমর্থিত মেয়র প্রার্থী মনজুর আলম। ইশতেহারে ৫৪টি প্রতিশ্র“তি দেয়া হয়েছে। বৃহস্পতিবার বন্দরনগরীর এস এস খালেদ সড়কের রীমা কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম উন্নয়ন আন্দোলন আয়োজিত এক অনুষ্ঠানে এ ইশতেহার ঘোষণা করা হয়। অনুষ্ঠানে মনজুর আলমের উপস্থিতিতে চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের আহ্বায়ক অধ্যাপক আবুল কালাম আযাদ ইশতেহার পড়ে শোনান। অন্যদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও মনজুরের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী আবদুল্লাহ আল নোমান, নগর বিএনপির সভাপতি ও প্রধান নির্বাচনী এজেন্ট আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন ও উন্নয়ন আন্দোলনের সদস্য সচিব এস ইউ এম নুরুল ইসলাম ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইশতেহারে জলাবদ্ধতা নিরসনে কয়েকটি পরিকল্পনা তুলে ধরা হয়। পাশাপাশি নগরীর পর্যটন সম্ভাবনাকে কাজে লাগানো, সন্ত্রাসমুক্ত নগর, ফরমালিনমুক্ত খাবার, প্রতি ওয়ার্ডে সুপেয় পানির ব্যবস্থা করা এবং বর্জ্য ব্যবস্থাপনাসহ মোট ৫৪টি প্রতিশ্র“তি দেয়া হয় ভোটারদের। মনজুরের ইশতেহারে বলা হয়, উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। এর শুরু আছে, শেষ নেই। তবে অপরিকল্পিত ও অসমন্বিত উন্নয়ন কার্যক্রম অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়।

ইশতেহারে চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ, সিডিএ, হালিশহর, বাকলিয়া ও বহদ্দারহাট এলাকায় নেয়া স্লুইস গেট প্রকল্প অবিলম্বে বাস্তবায়ন করারও প্রতিশ্র“তি দেয়া হয়েছে। জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নেওয়া ড্রেজিং প্রকল্প দ্রুত বাস্তবায়ন এবং একনেকে অনুমোদন পাওয়া ২৯৭ কোটি টাকায় নগরীর বহদ্দারহাট থেকে কর্ণফুলী পর্যন্ত নতুন খাল খনন প্রকল্প বাস্তবায়নের কথা বলা হয়েছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) উদ্যোগে নগরীর প্রতিটি ওয়ার্ডে সুপেয় পানির একটি করে প্রকল্প বাস্তবায়নের অঙ্গীকার করেছেন মনজুর। এছাড়া বর্জ্য ব্যবস্থাপনায় উপযুক্ত প্রকল্প গ্রহণ এবং নগরীর পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে মিরসরাই পর্যন্ত পতেঙ্গা সমুদ্র সৈকতের উন্নয়নের ঘোষণা দিয়েছেন তিনি। ২০১০ সালের নির্বাচনে বিএনপিসমির্থত প্রার্থী মনজুর আলম ৫৬ দফা প্রতিশ্র“তি দিয়েছিলেন। স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদে ভাগ করা সেসব প্রতিশ্র“তির মধ্যে প্রধান ছিল জলাবদ্ধতা নিরসন।